একুশে চেতনা
************
একুশ মনে চেতনা আনে
ভাষার বোধ হৃদয় পানে,
রক্ষা করতে মায়ের ভাষা
শহিদ বেদিতে ছুটে আসা।
ফাগুন দিনে দীপ্ত শপথ
বর্ণ শব্দে মোহিত জগৎ।
অতীত সাথে মেল বন্ধন
অন্তর গৃহে ভাষা স্পন্দন।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
ভাষা মাধুর্য বাহিত সুরে।
গর্ব আমার বাংলা ভাষা
গড়েছি সেথা স্বপ্নের বাসা।
ভাষার জন্য দেশের জন্য
শহিদি মরণ ধন্য ধন্য।
একুশ মনে তারুণ্য আনে
শত্রুর মূলে আঘাত হানে,
দেশের মাটি কপালে ছুঁয়ে
মৃত্যু চুমি যে অহংকারে।
শেকল ছেঁড়া দুরন্ত তরী
নোঙর করে প্রভাতফেরি।
ভাষার তাজ শ্বাস প্রশ্বাস
শিমুল পলাশে নিত্য বাস।
একুশ মানে এগিয়ে চলা
সপ্ত সিন্ধুতে ভাসিয়ে ভেলা।।