নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

দীপান্বিতা সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দীপান্বিতা সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দীপান্বিতা সরকার এর গুচ্ছ কবিতা









বারাঙ্গনার ভাতৃসম কৃষ্ণ




আমি রোদ ছেটাতে চাই,
সমাজবিমুখ নিষিদ্ধপল্লির ওই ঘৃণ্য কালো ঝুপড়িতে,
তাজা ভ্রুণ রোপিতে চাই,
হাজারো রক্ত,অশ্রু ঝরা মাটিতে।
চিবুকে,ওষ্ঠে লালচে স্নেহ চাই,
হাসি চাই,গান চাই,শিল্প চাই,
মাথা নত করে চুলের খাঁজে,
যেন পরম আদরের ছোঁয়া পাই।
একঘর আলো চাই,
মেঘভাঙা উল্লাসের বৃষ্টি চাই,
সতেজ সমীরণে যেন বিঘ্ন নয়,
এক টুকরো হিমেল বিকেল চাই,
চায় দিতে সমাজকোষে কলঙ্কহীন ঠাঁই।
আমি মুঠোবন্দি জীবৎশক্তির দাপট আনতে চাই,
বারাঙ্গনার অন্তর্বাস হতে নোলকে,
বুকবন্দি নৃশংস আর্তনাদ শিরে স্থাপন করতে চাই,
দেবদূত রূপে শ্রীকৃষ্ণের ওই পালকে...






"স্নান"



স্নান পদ্মাসন, স্নান মাঙ্গলিক,
সারা'গায় লেগে তাজা চঞ্চল বুদবুদ 
হয়ে ওঠা লজ্জাবস্ত্রের বাঘছাল সঠিক।
ঘাড়ের তেলচিটে ময়লাতে-
থাবা বসায় পুরানো সিন্থল সাবান ভোররাতে,
কাঁধজোড়া মেরুদণ্ডের আল বেয়ে
ধুয়ে যায় কাম, ক্রোম, চিৎকার শ্লেষ,
শ্যাম্পুচুল জটা শুকিয়ে নেয় রোদ কমণ্ডলু দ্বেষ।
মাধবীলতার সুবাস ঢাকনায় শরীর ঝলমলিয়ে ওঠে ঝড়ে,
হাওয়া কেন জানি না গায়েব হয়ে যায়
ময়ূরকণ্ঠী রাষ্ট্রের থরে।
প্রস্তুতি তারপর ময়লা মাখার নোনাপদ্ম তটে,
হাঁটু, তলপেট, মস্তিষ্ক, ফুসফুসে তমসা-তামাসা বাজিয়ে ওঠে।
দেউলিয়া এ'জাতি স্নান করে কি রোজ!
স্নান পদ্মাসন, স্নান মাঙ্গলিক
বজ্জাতি ধোওয়া অতই সহজ!






"দায়"




এমন আজ বৈশাখের কনফারেন্সে, 
থান উড়ে যায় মৃতদেহ থেকে,
মেঘ বিরহ, প্রেম, সংকট, ব্যাথার শঙ্খচিল।
মানুষের কাঁচা বাড়িতে আজ ঢুঁ মারে অশ্রু মেরি-গো-রাউণ্ড ছলের অবিচারে,
এই শোঁ শোঁ শব্দের ঝড় বধির হয়ে যায়,
প্রতিটা আঘাত তোমরা ফিরে পাচ্ছো নেই সংশয়।
বাজ দেখেও সেদিন লেপটে ছিল যেহেতু নিষ্ঠুরতা,
একে একে সব অক্সিজেন ভাণ্ডারে ভেঙে গ্যাছে সৃষ্টির নিয়মানুবর্তিতা।
তাইতো শিশির আসছে ধেয়ে আশঙ্কার,
প্রস্তুত হয়ে নাও আকণ্ঠ ডুবে যাবে এ ভূ-সংসার।।





"শিমুল-বুনোগাঁদা"




পলাশ ঝরা বিকেল, কুসুম রঙা শাড়ি,
খোঁপায় সাজানো জুঁই, ধীর পায়ের চলনে ধ্বসে পড়া মনবাড়ি।
গেরুয়া দিন, বাউলের তান,
উড়ন্ত সমবেত খুশি আর বসন্ত স্লোগান;
ধুলো মাখা বাদামী অভিমুখ,মাড়ে বোঝাই কবিতার শাল,
শাবক কোকিল,নতুন প্রকাশ,
প্রেমিকের দিবসে দখিনা দোলার পাল...
অদূরের একবুক লাল-সবুজের অকৃত্রিম হাসি,
মহুয়ার ডালে ডালে,শিমুল-বুনোগাঁদা তোমায় ভালোবাসি...