নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জয়তী দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়তী দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জয়তী দাস





"সত্যের মুখোমুখি,,



যতটুকু বিনিময় হলো সারাদিন,
সবাই একই শিকড়ে ভিন্ন ডালে জুড়ে জুড়ে -

যা কিছু স্পষ্ট - ঠোঁট থেকে বেরিয়ে যাওয়া শব্দ
যা কিছু অসংগত সংলাপ- হঠাৎই গেলো মুছে !

অস্পষ্ট আলোয় দীঘির জল কালো হয়ে আসে-
চোখের সামনে প্রতিটা মলাট ছেঁড়া মনেহয়!
সাজানো পাপড়িগুলো ছড়িয়ে আছে; অনাবৃষ্টির মুক্তো ছটায়!

কয়েকশো বার প্রমাণ লোপাট করে বারবার আয়নার সামনে,
রুমালে মুছে নেওয়া যথেচ্ছাচারে শনাক্তকরণের দাগ!
লুকিয়ে পড়া দেহঘরে;সেজে ওঠা জমকালো পোশাকে-

বদলাবো ভাবতেই সেই কবিতা হতে চাই আজ,
কলমের কাছে আর্জি; স্পষ্ট হোক সেই অন্ধকার -

জীবনকে সত্যের মুখোমুখি কাঠগড়ায় টেনে আনতে ;
কঠোর কিছু শব্দের মুখোমুখি! কবিই দাঁড়াক -

ধুসর বকের দল , জয়তী দাস



  এসব লেখা ! সব জঞ্জাল -
  ছাইয়ের মতো কিছু সাদা ধুসর ছেঁড়া কথা।

  মাঝেমাঝে অসহ্য গরমে তেঁতেওঠে অসহায় -
  তেঁতুলের মতো তিতিয়ে রাখে হলুদ থালা,

  সব ছুঁড়ে দিই শূন্যে, পুকুরে -
  কেউ নেয়না, উন্মাদ কথাদের--

  এভাবে বকের মতো ফিরতে পারিনা বাসায় !
  এভাবে একা থাকতে পারিনা নিরবে ঘরদাওয়ায়-

  এত জঞ্জালে পুড়তে কতটা আগুন আর বিষাদ লাগে !
  প্রেম নেই মরু- শিলা থেকে কঠিনতর শিলায়-

  এতবার পণ ভেঙে আমাকে লিখিয়ে নেয়--

  

জন্ম : জয়তী দাস





  আমি তো আগুন দেখাই'নি
  
  তুমিই চেয়েছো আগুন ! 

 আউশের দুপুরে বর্গী তুমি, 

 বসন্তের পোড়া দাগে পলাশ তুমি,

 যৌবনের উচ্ছল বিটপে ফায়ারপ্লেস,

 যুদ্ধের  হাতে জলন্ত আগ্নেয়াস্ত্র, 

 ভয়ঙ্কর চিতাকাঠের আগুন তুমিই ! 

 রূপান্তরে আমিই তোমার সৃষ্টি -


    

জয়তী দাস




এখনো অপেক্ষা
*************




  আমার তো প্রতীক্ষা ছিলো --
  আসতে আসতে, সকল দরজা জাগিয়ে এসেছি
  অন্ধকারের পাতায় লিখেছি আগামী আলোর নাম,
  অসুস্থ-মৃত, শরীরী-অশরীরীদের দিয়েছি কথা --
  সেই জীবনদায়ী ছোঁয়া,যা তোমার কাছে ওদের পাওয়ার !

  আমি তো দিয়েছি কথা --
  প্রতিটা ফুলের একটা বিশুদ্ধ আকাশ দেবো,
  নুড়ি-পাথর থেকে বাছা হবে না শালগ্রাম শিলা
  শালগ্রাম শিলায় জন্ম নেবে অবহেলিত নুড়ি-পাথর-

  তাদের চাঁদ জোৎস্না একাদশী সবটুকু দেবো করেছি অঙ্গীকার !
  রক্ত লবণ মাটির রোদকণায় ওদের প্রাপ্তি টুকু--
 মেরুদন্ড সোজা করে লিখবে নিজের নাম -
 বলো, আর কতক্ষণ অপেক্ষায় রাখবে !! তোমার দরজায়  --