নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শুভদীপ সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভদীপ সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুভদীপ সেন







সারা গায়ের কাজ
******************


আশ্রয় তলিয়ে গেছে আরবপ্রান্তের ভূগোলে,
অনাবাদী গৃহযুদ্ধের আয়না জুড়ে কাতরাচ্ছে কালো হকারের অসংখ্য বউ...
প্রতিটা ভোর আপ্যায়ণের তহবিলে
'কাজের মেয়ে' হয়ে ওঠে;
এভাবেই প্রতিদিন বাইপাস সার্জারি'র সাথে
মোলাকাৎ হয় রেড সিগন্যালে...
খোঁড়া গর্তের পচা রূপকথায় সাঙ্গ হয়
মিডডে মিলের শিলান্যাস!
আগামী পাকা'কথারা থার্মোমিটারের জংশনে,
বাগানবাড়ি হয়ে ওঠা মরা কাকটাকে
আরও মেরে মেরে ফেলে রাখবে।
ছপছপ করে ছিঁটিয়ে দেওয়া
স্কুলপালানো লাল ওষুধের দাগ
প্রার্থনা চাইতে অন্ধ বিপদে চুমুক তুলবে,যেখানে
মতাদর্শের পাশে 
বিশুদ্ধ কিছু কেরানী'ও পড়ে থাকে...
আলজিভের প্রতিটা নক্সায় জেগে ওঠে
উষ্ণায়নের রাবণ...
বলাৎকারের ২২শে শ্রাবণ ফিরতে চায়
সমানাধিকারের বাজারে,
শুক্রাণু'র কোনে কোনে গজিয়ে ওঠে
নতুন গালাগালি শেখা সাইকেলের চাকা,
তাকে প্লাঞ্চেটে পাওয়া গেল
রিলিফ কমিটির পরবর্তী মিটিংয়ে!

বইটা'র পৃষ্ঠা সংখ্যা একশো সাতাশ...
জুয়ায় জেতা একজোড়া বোলতা'র চাক,আর
ব্লাডক্যান্সারের রিপোর্ট ছাড়া
দ্রুত অপেরায় ফেরার মতো
কোনও সনাতণপন্থী জননতন্ত্র আমার হাতে নেই!

শুভদীপ সেন





নৈস্তব্ধ
*****




আগুন,তুমি স্বপ্ন পথিক-
রক্ত আগন্তুক,
ঝর্ণাধারায় মৃত জীবন-
সমকামী সব সুখ।
আফ্রিকা'র ঐ কালো শিশু-
পেটে নেই আজ ভাত,
পুঁজিবাদের হাতটা ছাড়ো-
থাকবে না জাতপাত।
বৃক্ষরোপন,বনসৃজন 
পাগলামি ঝুড়ি ঝুড়ি
হীরক রাজার দেশেতেও ভাই,
হীরে গেছিল চুরি।
মিথ্যে কথা বলবে যতই,
ততই তুমি সৎ
সঠিক বিচার চাইতে গেলেই
বন্ধ বিশ্বপথ।
কন্যাভ্রূনের মৃত্যু মিছিলে,
ভোরের সূর্য কাঁদবে
যাবজ্জীবন সঙ্গীরা সব, 
আগামী জোনাকি আনবে।
শহরের সেই সবুজ মাঠে,
কত্তো পায়ের ছাপ
বলতে গেলেই বুঝতে হবে,
ভাবাটাই মহাপাপ।
অট্টালিকা উঠবে গড়ে,
আকাশগঙ্গা ফুঁড়ে
বিনিময়ে আজ আসবে না আর,
একটি পাখিও উড়ে।
প্রেম-প্রীতি ছাত্র-ছাত্রী,
তোমরাই মহাকাল
বুঝিয়ে শুধু দাওগো ওদের,
কত ধানে কত চাল।
যতোই ভাবো এগিয়ে গেছো
রয়েছে ছায়া পিছে,
দূরে তুমি ঠেলবে যতই
ততই আসবে কাছে।
ঘুম আমার মধ্যরাতে,
করছে স্বপ্ন ফেরি
কলম তুমি গর্জে ওঠো,
নেই রেনেসাঁর দেরি!



শুভদীপ সেন




 নেভা কলমের রোদ 

 ********************



 স্বস্তিকা তুই
 দুগ্গাঠাকুরের বিজয় নবমী, রবিঠাকুরের গান। 
 কুহেলী তুই
 আতসবাজী নখের ভিতর শাপমোচনের বোধন আঁকা নির্ভয়া রোদ, হরিণী চাদরের উত্তালে রাখা- 
 শ্রাবস্তী তুই
 যবন খেয়াঘাটে আহত পাজামা'র ভৈরবী ক্ষত,উলঙ্গ বেতার বার্তা-
 মোহনা তুই যক্ষ্মা বাজারে নিয়মিত দরদাম,
 ঠিকানা-লিখিত মেহেদী-কাফন বিজিত শিথিল। 
 সুপ্রিয়া তুই
 সনাতণ চাঁদে খয়েরী  বনবাসী। 
 হেমলতা তুই
 কুয়াশা পাথরে বন্যদুপুরে দামাল পিপাসার মলিন আতর। 
 অবন্তী তুই
 শ্রমিক ছাতার ঘামে ঝড় তোলা ক্ষুধার্ত মেঘের পরাধীন খুশী। 
 শোভনা তুই 
 কাঁটাবেড়ার ঝিঁ ঝিঁ সীমান্তে পদাতিকসেনার মুমূর্ষু ঝিলিক। 
 জাহানারা তুই
ছাতিম সুবাসে তরুণ বিপ্লবীর নিশান অধরে
 টগবগে ঠোঁটের মুক্তকেশী তরতাজা ভাষন। 
 মল্লিকা তুই
 দোয়াত শরীর আর শ্রাবণ ঝড়েতে মেঠো তর্পন। 
 রোকেয়া তুই
 মেলার পুতুলে শৈশব মন,নাগরদোলার মত্ত ধূলিকণা। 
 তিয়াসা তুই
 চিল উড়ে যাওয়া দূর ঝিলমের বুক 
 পৌষালী তুই আব্বাজানের জীবন বন্দী জারজ নমাজ দাফন কফিন। 
 ভ্রমণা তুই
 বিছানা আগলানো কুমারী গাঁয়ের নীলাভ সায়ার দহন। 
 সুমিতা তুই
 ভাইয়ের হাঁটুতে ধর্মান্ধ খাতায় জলছবি রঙ। 
 শীর্ষা তুই শত্রুর পায়ে জলের মতন ঘুমঘুমে এক তেরঙ্গা বাতাস। 
 অতসী তুই 
 ছোটবৌদির চিবুক জোয়ারে উথালপাতাল তিল, 
 বোধনে বোধনে জংলী উদ্দাম। 
 সাগরিকা তুই 
 নালিশ দেহের বেদুইন স্বর, 
 ঝর্ণার অমন তুলতুলে কোলে
 জোছনার ভেলা। 
 সমাপ্তি তুই
 রাজকাহিনী, যুগলমিলন , 
 বেহায়া কলমের সমকামী শব মাথা, 
 পরজন্মে তোরাই প্রেমিকা,তোরাই আমার মাতা!