নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তৌহিদুল ইসলাম মিশু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তৌহিদুল ইসলাম মিশু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তৌহিদুল ইসলাম মিশু




একুশ বন্দনা
**********



তুমি এসেছিলে বলেই হে একুশে_
আমার এ কবিতা বাংলাই লিখা।
নয় এ কবিতা উর্দুই হত আজ।

যদি না থাকত তোমার গায়ে রক্তের ছাপ ;
তবে আজ আমার মাতৃভাষা হত উর্দু।
উর্দুই উর্দুরে গালাগাল দিয়ে ফেনা তুলতাম।

যদি অস্ত্র হাতে না নিত বীর বাঙ্গালী;
তবে আজ আমি রাষ্ট্রদোহী হতাম।
কারণ আমি হতাম স্বাধীনতাকামী।

একুশ তুমি এলে,বাংলাকে করলে বৈশ্বিক ভাষা;
বাংলার জন্য জীবন দিল কত ছাত্র,মজুর,চাষা।
তাই একুশ স্বীকৃত আজ আন্তর্জাতিক মাতৃভাষা।

ধন্য আমি,আমি বাঙালী_
     বাংলাকে করি সম্মান।
বজ্রকন্ঠে উচ্চারি আজ_
আমি বাংলা মায়ের সন্তান।

তৌহিদুল ইসলাম মিশু




আমি এবং পেত্নী
*****************

তখন গভীর রাত....
সাড়ে দুইটা বাজে হয়ত।
কানের কাছে কে যেন একটু_
       উদ্ভট রকমের হাসি দিল।
পাশ ফিরতেই চোখের রেটিনা গোল হয়ে গেল।
এতো এক নারী মূর্তি..!!
অন্যরকমের এক হাসি তার ঠোট জোড়ায়;
না,নেশা ধরানো নয় এ হাসি;
বরঞ্চ শ্বাসরুদ্ধকর।
দাত গুলো অস্বাভাবিক রকমের বড়;
আর ঠোট জোড়া রক্তে রঞ্জিত।
গাল বেয়ে কয়েক ফুটা রক্ত থুতনি স্পর্শ করেছে।
এতো ভূত.!!মেয়ে ভূত.!!পেত্নী.!!
মুহুর্তেই সে আমার বুকে চড়ে বসলো।
সাথে সাথেই.....
না গলা টিপে ধরেনি,
নাক টিপে ধরল।
ঠোটে ঠোট লেপ্টে দিয়ে বলল...
ফের কোন মেয়ের প্রেমে পড়েছিসতো__
আর আসবনা আমাবস্যার রাতে..!!
আমিও মাথা নেড়ে সাই দিলাম,ঠিক আছে.!!
এর পর থেকে প্রতি আমাবস্যায় সে আসে।
পরবর্তী আমাবস্যা যেন কবে.?