নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পলি ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পলি ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দিনের শেষে : পলি ঘোষ



দিনের শেষে, নিদ্রা ভরা নয়নে --
তব কথা স্মরণে,
মোর নয়ন ভাসে।
আজি বৃষ্টি ভেজা রাতে,
তব কথা হৃদয়ে মোর বাজে।
মোর আকাশে সকল তারা আজি দেখি!
শুধুই মোর অশ্রু ভরা নয়নে টলমল;
বানভাসি সব মানুষ আজি কেমনে রবে?
তাহাদের কথা ভাবিয়াই আজি মোর নয়নে
অশ্রু নদী ঝরে।
কেমনে রহিয়াছে তারা সবাই,
মোর সকল বানভাসি মা, ভাই, বোন?
দেখো, তব মনের শক্তি দিয়া
উজাড় করিয়া দিও তাহাদের সকলকিছু,
দুই হাত ভরিয়া।
মোর মন থমকিয়া গেছে তাহাদের কথা ভাবিয়া।
ভালো যেনো রাখিও তাহাদের সকল বিপদ হইতে।

পটভূমি: পলি ঘোষ



নষ্টকল্পে তলিয়ে যাবার সময়
বেঁচে আছি জড়িয়ে তোমার গানে।
নরকলোলুপ ডাকে তা ধিন ধিন
নয়ন মেলে দেখি তুমি আছ সঙ্গে।

আমার কাছে গান জীবনপথের এক মন্ত্র
মেঘপাড়ার গোপনতম অলিন্দে
আমার ব্যকুলতার দীর্ঘশ্বাস।

সৃষ্টিকে রক্ষা করতে চেয়ে
যে নায়িকা শুধুই প্রতিরোধ গড়ে
পাখির চোখের শত শান্ত বলয়রেখা
সমাজ, পরিজন হিসেব রাখে
      জ্বলে ওঠে চোখ ও নিশানা
ঘোর অমাবস্যার নেশায়।
সে কথা বলে মৌন নির্জনতায়
শূণ্যতায় বুঝেছে কবিতার পদভূমি।

তুমি না থাকলে :পলি ঘোষ



তুমি না থাকলে আমার কাছে
সকালটা এত মিষ্টি হতো না ।

তুমি না থাকলে আমার কাছে
মেঘ করে যেত বৃষ্টি হতো না ।

তুমি না থাকলে আমার কাছে চাঁদটার গায়ে পরে যেত মরচে ।

তুমি না থাকলে আমার কাছে
আকাশের নক্ষত্ররা এত উজ্জ্বল হতো না ।

তুমি না থাকলে আমার কাছে
স্বপ্নের রঙ্গ হয়ে যেত খয়েরি ।

তুমি না থাকলে আমার কাছে
বন বন করে দুনিয়াটা আর পারত না ঘুরতে ।

তুমি না থাকলে আমার কাছে
রামকৃষ্ণ -বিবেকানন্দের বাণী মিথ্যা হয়ে যেত ।

তুমি না থাকলে আমার কাছে
বাগানের ফুলগুলো এত সুন্দর হতো না ।

তুমি না থাকলে আমার কাছে
দিবা -নিশির সম্পর্ক বুজতাম না ।

তুমি না থাকলে আমার কাছে
মনের গভীরতা কি বুজতাম না ।

তুমি না থাকলে আমার কাছে
সময়ের মূল্য কি বুজতাম না ।

তুমি না থাকলে আমার কাছে
প্রেমের যন্ত্রণা কি বুজতাম না ।

নারী :পলি ঘোষ


নারী আমি তাই আমি অহংকারী ।
নারী আমি তাই আমি প্রতিবাদী ।নারী আমি তাই গর্জনে গর্জে উঠি ।
নারী আমি তাই কৈলাশের পার্বতী ।
নারী আমি তাই মিথ্যা সন্দেহের প্রতিবাদী ।
নারী আমি তাই অত্যাচারীর প্রতিবাদী ।
নারী আমি তাই অন্যায়ের প্রতিবাদী ।
নারী আমি তাই কঠিন বাস্তবের প্রতিবাদী ।
নারী আমি তাই শক্তিরুপী মা ভবতারিনী ।
নারী আমি তাই অসুর দলনী জগত জননী ।
নারী আমি তাই প্রচন্ড ক্ষমতাধারী তেজস্বিনী ।
নারী আমি তাই অম্বিকা ;মাতৃকা জননী ।
নারী আমি তাই কলঙ্কিনী কঙ্ক।বতী ।
নারী আমি তাই মহামিলনের সন্ধিক্ষণ ।
নারী আমি তাই মহামিলনের সঞ্চালনী ।
নারী আমি তাই শ্রীকৃষ্ণের সঙ্গিনী ।
নারী আমি তাই কালবৈশাখীর ভয়ঙ্করী ।
নারী আমি তাই মা অন্নপূর্ন।রূপে বিরাজিত ।
নারী আমি তাই গর্ভধারিণী ।
নারী আমি তাই গঙ্গা যমুনা সরস্বতী ।

রাত এখন গভীর :পলি ঘোষ


রাত এখন অনেক গভীর
ঘুমের ঘোরে ভাবনার সাগরে ভেসে ভেসে হারিয়ে ফেলেছি আমি নিজেই নিজের জীবন।

রাত শেষ হবার সাথে সাথে শুরু হয় নতুন ঊষাকাল পূব আকাশে।
ঈশান কোনে জমে আছে কত মমতা আর ভালবাসা অনুভব করি তোমার কাছে কিছু আশা।

গোধুলি একাকার হয়ে মিশেছি আমার মতো নগণ্য মানুষের কাছে পৌঁছে গেছে তার ফুসফুসে।

গোধূলির রঙে রাঙিয়ে যাওয়ার পর এসে গেছে বহু দূরে সরিয়ে কালো মেঘ ঢেকে গেছে আর তুমি আমার মনের ভিতর থেকে ছন্দোবদ্ধ এক রঙা আবীর।

সন্ধ্যা বেলা শেষে যখন এসে গেছে সাত সাগর রক্তের বিনিময়ে কিনে পাওয়া গেল আমার অবুঝ পাখি তুমি কেমন আছো।

রাতের অন্ধকারে মিশে থেকেছি এই ভেবে একদিন তুমি আমার মনের ভিতর চাপা কষ্ট ইচ্ছে হলেও পূর্ন করে তোমার অশ্রু অনুভবে কাছে টেনে চোখে চোখ রেখে আবীর রঙা মেঘে রাঙিয়ে নিও।

মধ্যরাতে খোলা আকাশের বুকে টেনে নিয়ে আমার মতো নগণ্য সাধারণ প্রশ্ন লেখ।

শেষ রাতে মেলার উদ্বোধন সেদিনই হয়েছিল তখন আমি নিজেই নিজের জীবন বিপন্ন করে তুলে ধরে এক লিখেছিলাম নতুন ঊষাকাল পূব আকাশে।

মন খারাপ : পলি ঘোষ


আজ আকাশে চাঁদ উঠবে তোমার অপেক্ষায়।
আমি অবাক নয়নে নয়ন জুরে শুধু চেয়েছি তুমি প্রিয় আসবে বলেই।
আজ আমার মনের দুয়ারে এসো প্রিয় সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করে।
আমার মন খারাপের রাতে  তোমার মার অপেক্ষায় এখানে আমি একলা আকাশ দেখি।
জানো প্রিয় তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি ।
এখনো পর্যন্ত কোনো কিছু বলতে গিয়েও তুমি প্রিয় ভাবছো শুধু দৃষ্টি আকর্ষণ করে।
একি তোমার আজকের সূর্যোদয় থেকে সূর্যাস্ত প্রশান্ত সপ্ন গুলো।
কিছু বুঝে ওঠার আগেই আমি শুধু চেয়েছি তোমায় জানতে।
আমি আছি তোমার অপেক্ষায় থাকবো দেখার সুযোগ পেলেই দেখবো তোমায় হাজার হাজার তারার মাঝে এক শুকতারা রূপে শতবার।
আমি এখন মন খারাপের রাতে সুরে সুর মিলিয়ে গাইছি এক দুঃখের গীত।
আমার স্মৃতি গুলো আমায় উপহার দিতে এগিয়ে আসে আঁধার রাতে ঘুম আসে না মন খারাপের গভীর ঘুমে। 

পলি ঘোষ




মন
****



মন এমনই এক আশ্চর্য অনুভূতি যা কিছু সবার সাথে শেয়ার করা যায় না! কিছু এমনই প্রতিচ্ছবি এঁকেছি আমার মনের অন্তরালে! যা কেবলই ছুঁয়ে যায় আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে অন্তরে অভিমানে কেঁদে যায় দূর হতে আর এক আশ্চর্য অনুভূতি আকুলতা বিশ্বাস অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সক্রিয় সদস্য হতে! জানি আমি সে কেবলই আমার একরাশ আন্তরিক অভিনন্দন আমার বন্ধু হবে!

অমৃত বাণী সোনাই যখনই দেখি মনটি উদাস হয়ে তাকিয়ে আছে অবাক নয়নে নয়ন মেলে! আজ সে বলে মনে মনে ভাবলাম আমার সারা জীবনের সঞ্চয় অনুভূতি সকল ইচ্ছা তোমারই চরণে নিবেদন করতে করতে আজ আমি এক আশ্চর্য লাবণি ক্লান্ত পথিক! যা কিছু নিরবে চোখের অশ্রু ঝরে যায় উত্তরার মত কিছু করে!

জানি মনের নাকি দুটো সন্তান !এক হলো কু মন আর অপরটি সু মন! যখন নাকি কু মন খুব আকুল হয়ে উঠে কোনো মানুষ খারাপ ব্যবহার করে! আর সু মনের জোরে মানুষ প্রতি দিন পবিত্র কিছু ভালো কাজ করতে ব্যাস্ত হয়ে ওঠে!

আমার মনে তো সব অপমান জ্বালা সহ্য করে ও কারো খারাপ করার চেষ্টা ও করি না! আমার মন তাই বলে উদ্ভুত ঈশ্বর বিচার!

আজ আমি ধন্য মনে মনে পেরে আনন্দিত হলাম নিজেকে নিজেই আবিস্কার করতে পেরে! এ এক আশ্চর্য অনুভূতি আমার জীবনে!