নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রোমা মন্ডল ব্যানার্জি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রোমা মন্ডল ব্যানার্জি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃস্টি দিন : রোমা মন্ডল ব্যানার্জি



আহা,এমন বৃষ্টি দিনে কি অভিমান করতে আছে !
এমন বরষায় কি অভিমান সাজে  !

এমন বৃষ্টি দিনে আরও একটু ইচ্ছে জ্বর বাড়ুক তবে,
কালো অভিমান আরও অনেকটা গাঢ় অন্ধকার না হয় হলে হবে..

বৃষ্টিদিনে প্রেম চোখে থাকুকনা কিছু লাজুকিয়া ভয়
প্রিয়জন কড়া চোখেই বুঝিয়ে দিক  ,
"বলি অনেক হয়েছে, আর কিন্তু ভেজা নয়..."

কপালে হাত দিয়ে বুঝে নিক অপলক মন উঁচাটন,
বৃষ্টি ভেজা  মুহুর্তেরাও উবু হয়ে বসে মাখুখ না হয় মুখোমুখি লজ্জার লেনদেনের ক্ষণ...

সাদা বৃষ্টিও তো নরম উত্তাপ চায়,
এমন অন্ধকার ঘন, তরল বরষায়..

বলো,এমন বৃষ্টি দিনে কি অভিমান করতে আছে !
এমন বরষায়  কি  অভিমান সাজে  !


আমার তো জানালা নেই :রোমা





আমার তো জানালা নেই
জানালা দিয়ে আমি
কাঁচকথাদের দেখিনি কতোদিন
আমার তো ছাদ নেই,
আকাশটাও দেখা হয়নি কতো কাল তাই,
এক টুকরো উঠোন! সেটাও কি ছিল কোনদিন?
তুলসী তলার সেঁজুতিটাও
তাই নিভে  গেছে সেই কবেই.....
 
কতোকাল দেখিনি
গাছ গাছালির অরন্য রোদন,
পূব আকাশটার অকাল বোধন,
পাখিদের ঘরে ফেরার তাড়া,,
দেখিনিতো জোনাক আলো,
জোনাক বাতি ছিল বুঝি কভু ,
সকল বাঁধন ছাড়া. ??

আজও কি রাতের আকাশ
আমার অপেক্ষায়?
আজও কি তারাগুলো
আগের মতোই হেসে লুটোপুটি খায়..?
আজও কি ঐ চাঁদটা অমনই সুন্দর দেখায়?
আজও কি আকাশের গায়ে
মেঘেরা সহবাসে যায়?

মেঘ ,বৃষ্টি, বারি
তারা আজও কি আছে সই?
আজও কি মেঘগুলো পরবাসী,
তবে বারির বাড়ি কই?
আর বৃষ্টি!
সেকি আজও উদাস মনে
আমার উঠোনেই ঝরে,
আমার তো জানালা নেই
তবে দেখব কেমন করে ??

আমার তো জানালা নেই,,,
তাই আকাশ,বাতাস,রোদ বৃষ্টি
দেখা হয়নি কতো কাল
দেখিনি রাতের আন্তরিকতা,,
মানবিকতার সকাল.....

আমার তো জানালা নেই,
 নিজেকেও দেখিনি কতো কাল....


কি আশায় বাঁধি খেলাঘর : রোমা মন্ডল ব্যানার্জি



জীবন হতে স্বেচ্ছামৃত্যূ আমিও তো চেয়েছিলাম ..
তবু একদিনও  মৃত্যূর  জন্ম দিতে  পারিনি...

মনের  চিতায়  কাঠ  তুলেছি  বহুবার ,
এই  ধর  যতোবার জেনে বুঝে 'তুমিরা' হত্যা করতে চেয়েছ আমায়, ততোধিক..
কিন্তু  মুখাগ্নি করার প্রেম প্রতিশ্রুতি  কেও তো কোনদিন করলে না আমার  সাথে....!

মৃত্যূকে তো আমি ভয় পাইনি,
মৃত্যূকে কিছু ভালোবাসতে শিখেছিলাম,
যেমন প্রেম ছিল কিছু "তুমিতে'..
কিন্তু ছেঁড়া রক্তের গন্ধ আমার কোনদিন ভালো লাগেনি, সেই কৈশোরে যখন  প্রথম ঋতুমতি  হয়েছিলাম,সেদিন থেকে রক্ত আমাকে স্পর্শিত করে রেখেছে,যেমন প্রতিদিন স্পর্শ করে রাখে কিছু 'তুমির' অবারিত  প্রেম ....

যেমন  করে 'তুমিরা' ভালোবাসাহীন শরীর  দিতে  চাও রোজ , তেমন করেই  আমি রক্তশূন্য মৃত্যূ ভালোবাসতে  শিখেছি, 'তুমিদের' দেওয়া  আঘাতে যন্ত্রণা আসে, ব্যথারা মাথা  তোলে,যেমন আমার প্রথম কৈশোরে মুখ তুলেছিলে 'তুমিরা'....

মনেরও  রক্তক্ষরন  হয়,
তবে তা তোমাদের মৌনতার মতই  নীরব,
মনের  রক্তক্ষরন  কেও দেখেনা,
দেখনি তো কোন 'তুমিরাও'...
কিন্তু  তাতে তো 'তুমিদের' স্পর্শ ছিল..
তবে  ...?

যে 'তুমি' টা আমাকে চেয়েছিলে আশৈশব,
সে  'তুমি'ও তো পারতে খানিক জীবন শেখাতে  কিন্তু যতোবার প্রেমের  কথা  বলেছ ততোবারই স্পর্শের মোহে মৃত্যূর কথা শুনিয়েছ বার বার...
একটুও "জীবন"  শোনাওনি কেন  ?..

আর যে 'তুমিকে',
আমি  চেয়েছিলাম  কৈশোরী রোদে,
সে 'তুমিটা' নিখোঁজ নও,তবে আলোকবর্ষ  দূরত্বে সে  'তুমি' কবেই  নিরুদ্দেশ.......
মানুষ  হারালে,খুঁজে  পাওয়া  যায় ,
কিন্তু স্বেচ্ছায় চলে গেলে তাকে তো খুঁজে পাওয়া যায় না...
চলে  যেতে  যেতেও নিভৃত্যে  মৃত্যূ  শিখিয়ে  গেছ, ...

আর  যে  'তুমিদের' কাছে আমি রোজ থাকি সেই  'তুমিদের' কাছ থেকে কি চেয়েছিলাম আমি ?
মনে নেই তা, তবে যতদূর  মনে পড়ে তাদের সাথে ছিলতো আমার বহু বাস,সহবাস.....
তবু জীবন শেখায়নি তারা,
শেখায়নি  বাঁচতে...
তাই ঘৃণাটুকু প্রাপ্তিতে  রেখে
একদিন স্বেচ্ছামৃত্যূ চেয়েছিলাম আমিও...
কিন্তু  পারিনি...

বুজেছি , জীবনের থেকে  মৃত্যূ বড়  নয়..

হয়তো আমি 'তুমি' কেন্দ্রিক, কিছু  'তুমির' কাছে  হেরে  যাওয়া  মানুষ, এক জীবনে  কত  'তুমি' আসে  আবার  কত  'তুমিরা' চলেও  যায়, তবু আমি কেবল 'তুমিরে' তিমিরাচ্ছান্ন.....

একদিন কোন 'তুমি'ই তো আমাকে প্রথম দেহজ প্রেম শিখিয়েছিলে,কেও বা শিখিয়েছ ঘৃণা ,
কিন্তু এজীবনে কেও অথবা কোন 'তুমি' আমাকে জীবন শেখালে না কেন ??

তবু,
জীবন ভালোবাসি,
তাইতো, জীবন মৃত্যূ যন্ত্রণার মূলমধ্য রেখাতে কোনদিন মৃত্যূর জন্ম দিতে পারিনি,
বার বার জন্ম দিই জীবনের.....

তোমরা আমাকে  পতিতা  বলে  চেন  ,
আর,আমি বলি  নিজেকে গর্ভধারিনী  মা ..

রোমা মন্ডল ব্যানার্জি



মেরুদন্ডীয় মেঘ
"""""""""""""""""



মেঘ পেরুলেই আমার  বাড়ি,
যাবিরে 'টগর' যাবি ?
দিগন্ত ছুঁলেই মস্ত আকাশ
মাটি ছোঁয়া জানালাও খোলা পাবি...

জানিস 'টগর,'
সেই জানালা দিয়ে ভোরও আসে,
আসে  শিরদাঁড়াদের পাল ,
রুগ্ন রোদ ওড়ে না বাতাসে,
'আ ঢাকা আঙ্গুলে' আসে সকাল..

মেঘ পেরুলেই  আমার  বাড়ি,
চলনা 'টগর' , যাবি  ...?

মন মেঘ সরালেই সাদা সড়ক
নেই তো প্রতিহিংসার মোড়..
এইখানেতে 'আধমরা রোদ',
শুধুই মিথ্যে ভুরি ভোর.....

চিৎ শুয়ে রয় শরীর ঘাটে
খসখসে হিংসা,প্রতিশোধ...
শিরদাঁড়া'টা শ্যাওলা পড়া পঙ্গু মনে
এইখানেতে,আঁচড়ায় জীবন বোধ.....

ঐ তো, মেঘ পেরুলেই আমার  বাড়ি,
চলনা 'টগর'  যাবি  ....?

ঐ খানেতে  অ্যাসিড জল নেই,
নেই  কামুক, লোভী বাতাস,
'উলঙ্গ  রাজা'র দেশের সত্য বলা
সেই ছেলেটারও এইখানেতেই বাস..

ঐ তো 'টগর' মেঘ  পেরুলেই 
আমার  বা়ড়ি, চলনা  'টগর'  যাই,
মেঘ সরালেই ন্যায্য আকাশ,
মাটি, মা আর মানবিকতার গন্ধ  পাই  ...

ঐ তো 'টগর'... 
কালো মনের মেঘ  সরালেই  আমার  বাড়ি,
চলনা, চলনা 'টগর'  যাই  .....