নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কিশলয় গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কিশলয় গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শর্ত : কিশলয়



প্রথম লড়াই বুকের দিকে আসে
তারপরেই পড়শী- বান্ধবী
ঝড়ের মতো জান্তব উল্লাসে
ফুঁসে ওঠে যমুনা, জাহ্নবী

মনকে বোঝাই পথের কথা গুলো
সময় কিছু কঠিন পরীক্ষা নিক
ঠিক হয়ে যাক একটা দুটো ভুলও
ঝড়কেও তুই মান্য করিস খানিক

বুকের ভিতর লড়াই পড়ুক জ্বরে
ছাই হয়ে যাক অকাল দাবানলে
যেমন হাড়ে নতুন নাটক করে
পুরুষ মানুষ প্রথম বাবা হলে

সকল লড়াই আচমকা যায় থেমে
জ্যান্ত হলে বুকের তাজা খুন
পায়ের কাছে শত্রু আসে নেমে
শান্তি টানে জ্বলন্ত আগুন

আবাহন-৩ : কিশলয় গু প্ত


মাটির প্রলেপ দিস না বুকে মা
খড়ের বাঁধন চাই না
রক্তে মাংসে আসবি যদি আয়
হাজার আলো শুকনো মুখে মা
চড়াই। উতড়াই না
প্রতিদিন চোখ স্বপ্নটা পাল্টায়।

চন্ডীপাঠে পাকদন্ডীই থাক-
গন্ডী কাটা ঘর
রাস্তায় তোর খুব বেশী দরকার
ঠাকুরদালান শূণ্যই চমকাক
নাচুক বছর ভর
তুই ঠিক কর কে কার সরকার।

মাটি লাগুক পায়েরই আলতায়
নজরে আন সন্দেহ
আমাদের সামনে বিশাল খাদ
আয় মা- এবার অস্ত্র হাতে আয়
তুলে রাখ অপত্য স্নেহ
চেখে দ্যাখ বদরক্তের স্বাদ।

   
                 
                              

আষাঢ়ে কথা : কিশলয় গুপ্ত


অবশেষে বৃষ্টি নেমে এলো-
নোংরা ঘামের অত্যাচারের পরে,
আষাঢ় কথা নিন্দুকেরাই খেলো;
তবু ওম রেখেছি তোমার একা ঘরে।
বুকের সাথে বুকের গোপন কথা,
হাত রেখেছে হাতের উপর জল;
আর কিছু নয়- মেঘের বর্বরতা
সময় ভুলে করেছে দুর্বল।
নজর ধরে সরলরেখায় চোখ-
পায়ের উপর পা রেখেছে কাল!
আজ ভুলে যাই গতকালের শোক,
লোকের কথায় ফালতু বাওয়াল।
অবশেষে বৃষ্টি এলো ঘামে-
এবার তুমি দেবে নরবলি?
মোমবাতি আজ জ্বলুক আমার নামে
ভেজা হাঁসি দিক বদনাম গলি।
                      

গরম গরম :কিশলয় গুপ্ত





বাধ্য হয়ে শ্রাদ্ধ করি নিজের!
অমৃতফল লুকিয়ে আছে বীজে,
প্রমান ছাড়া আপ্তবাক্য মেনে-
বুকের ভিতর চালিয়েছিলাম ডি‌.জে.
সেই সুবাদে শব্দ আমায় খেলো,
সুর নেই-হারমোনিয়ামের বেলো;
হাজার বছর ফাটা থাকার হেতু
আমার ঘরে অসুর ধেয়ে এলো
বুকের উপর হাতটা রাখি ভিজে,
দাগ পড়েছে সাধের মনসিজে-
ভুল আমার,ভুল তোমার,সবার
বাধ্য হয়ে শ্রাদ্ধ করি নিজের
                       

কিশলয় গুপ্ত



সহজিয়া
*********



ভাঙনের কাছাকাছি দাঁড়িয়ে নদীর শীৎকার শুনি
রোজনামচার  ভুল বানানগুলো সংশোধন হেতু
আরও একবার ব্যাকরণে চোখ রাখি স্বেচ্ছায়
তখন হাজার ঢেউ পরিচয় বয়ে আনে ঠিকানায়
ছায়াহীন সংসার পেতে বসে আছি বিশ্বাসে তবু।
তারাখসার গল্পে রাত বেড়ে ওঠে মতবাদ প্রথায়
রোদ্দুর গলে গলে পড়ে গরীব,জীর্ন শীর্ন বুকে
অগোছালো ঘরে অনাদর পড়ে থাকে খাটে
নগ্ন গণিকার ছেড়ে যাওয়া ওড়নার মতো...
রুমাল ভেবে হাতে নিই- কপালের ঘাম মুছিয়ে
ভাঙনের কাছে শ্বাস বেঁধে রেখে একদিন-
সহজিয়া দিনের কাছে আহুতি দিও নিজেকে।
                       

কিশলয় গুপ্ত




পরিচয়
******



কাল হয়েছে সময় করে ভাবার
আমার নামটা আমার-নাকি বাবার
খালি পেটে ধর্ম তিতে লাগে
হাতের কাছে এক্ষুনি চাই খাবার
কালকে বললে কালকে পড়বে প্রেমে
গান বেজেছে মনেরই এফ এমে
কাল বেজেছে কাল ও বাজবে বলে
হঠাৎ করে আজ গিয়েছে থেমে
সময় করে ভাবতে বসি আবার
কোথায় এলাম, কোথায় ছিল যাবার
ঝোলার ভিতর মারছে উঁকি ফাঁকি
আমার নামটা-আমার নাকি বাবার