নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কুনাল গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কুনাল গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃষ্টি : কুনাল গোস্বামী



অতঃপর আমি নিস্তব্ধ হলাম,ব্যাঙদের গোঙানি আরও বেড়েই চলেছে 
তারপর শুষ্ক মাটির বুক স্পর্শ করে বৃষ্টি নামল পাতায় পাতায় 
আমি আর কবিতা খুঁজিনা, কল্পনায় হারিয়ে যাইনা খড়কুটোর মতো
কান পেতে শুনি ল্যামপোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকা কুকুরের কান্না 
দু'একটা ফোঁটা বৃষ্টি মুখে মেখে নিয়ে ভাবি এই বেশ ভালোই আছি 

কবিতারা নাকি এক একটা জীবন্ত ইতিহাস! 
তবে তাঁদেরও বুকে জমে থাকে একরাশ অভিমানী কালো মেঘ
যদি আমারও থাকতো কয়েকটা খাঁজকাটা নখ
তবে আঁচর কেটে বৃষ্টি নামাতাম এমনই এক অন্ধকার রাতে
সে রাতে আমিও চিৎকার করে বলতে পারতাম
বৃষ্টিকে চাদর বানিয়ে নগ্ন শরীর ঢাকতে আমিও ভালোবাসি।

ক্লান্ত দুপুর ও রাখাল ছেলে....: কুনাল গোস্বামী





শূন্য উঠোনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে কিছু মাটির খেলনা আর পুতুল 
তা নিয়ে খেলতে ব্যস্ত ক্লান্ত দুপুর, 
দূরে কোথাও শোনা যায় হিংস্র সমুদ্রের অগণন উত্তাল ঢেউ'য়ে সর্বস্ব হারানো নাবিকের আর্তনাদ 
তাতে আর কিইবা আসে যায় নির্বাক নির্জন বালুকা তটের
দর্শকের আসনে বসে রঙিন চলচ্চিত্র দেখতে কারই না ভালো লাগে?
ভালো লাগে সবারই তো বটে!

ছবির মতো সুন্দর গ্রাম, পরদে পরদে মাটির সুগন্ধ 
দু'দিকে সোনালী ধানক্ষেতের বুক চিড়ে ঐ দূরে এগিয়ে গেছে আলপথ
একমুঠো গোধূলির আলো তার ছোট্ট অন্ধকার কুঁড়ে ঘরে নিয়ে যাবার আশে
ছুটে চলে রাখাল সেই পথে
হঠাৎই বিস্ফোরণ ঘটে দিগন্তের শূন্য প্রান্তরে 
ছিন্নভিন্ন হয়ে যায় ঘর ফেরা পাখিদের শব
সেই বিস্ফোরণের সাদা ধোঁয়ায় হারিয়ে যায় রাখাল ছেলে
তাতে কিইবা আসে যায় অন্ধকারের ;

সেই ক্লান্ত দুপুর, সেই রাখাল ছেলে এখনও হয়তো বর্তমান 
যেখানে হিংসা নেই, নেই কোনো ক্ষমতা লাভের লোলুপ দৃষ্টি 
যেখানে সেই ক্লান্ত দুপুরের কোলে মাথা রেখে নির্ভাবনায় ঘুমোতে পারবে সেই রাখাল ছেলে

কুনাল গোস্বামী




রূপকন্যা......
 ********



জন্মান্ধ মেয়েটি স্বপ্ন দেখেছিল..
হয়তো কোনোদিন সেও দেখবে শরতের সোনালি রোদ্দুর,
কিংবা বসন্তের কচি বাতাবির মতো সবুজ ঘাসে শিশিরবিন্দু জমে থাকবে তার অনুভূতি গুলো
তার আগুনলাগা ডানা মেলে উড়তে চেয়েছিল দিগন্তরে
যেখানে সাদা সাদা মেঘপুঞ্জ তার ঘনকালো চুলের মতো ছড়িয়ে থাকবে নীলাম্বরে;
ছিল এক বামুনের ছেলে----
সে খুব পিরিত করে ডাকতো তাকে রূপকন্যা বলে
সেও কি জানতো এমন অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস অপেক্ষা করেছিল তাদের তরে?
মেয়েটি চিৎকার করতে চেয়েছিল....
    তবে তাকে চিত করা হল
সে ধর্ষিত হল এক পাশবিক ধর্ষকের কাছে
   সেই ছেলেটির চোখের সামনে
সে শুধু নিরুপায় হয়ে দেখেছিল সব,
  দেখেছিল তার রূপকন্যা কিভাবে
শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত বারেবারে আঁতকে উঠেছিল!
আর আজ এক আত্মহারা কবি এইসব লিখতে বসে রক্তঅশ্রু ঝড়িয়ে বারংবার বলছে------
       ধংস হোক, ধংস হোক এমন বর্বরতার।