নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

স্বাগতপর্ণ গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাগতপর্ণ গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দোলনচাঁপা: স্বাগতপর্ণ গোস্বামী




অনেকগুলো বসন্ত গুনে নিজেকে চিনতে পারিনি আজো। প্রচন্ড অন্ধকারের পাহারা পেরিয়ে তোমার স্বপ্নের সাথে স্বপ্ন মিলানোর কাজ পেয়েছি ভেবে আমি অপেক্ষায় থাকি উজ্জ্বলতার প্লাটফর্মে। এক কবি বলেছিল --" মন একটি স্নায়বিক প্রক্রিয়ার নাম, যেখানে বসত করে স্বপ্ন।" চারপাশ তার কাঁচের দেয়াল। ওখানে ভয়ংকর ভাঙন। উজ্জ্বলতা তোমারও খুব পছন্দ, আমি জানি কিংবা টের পাই। আমার অকপট ধারণার সাথে একমত না-ও হতে পারো তুমি। কারণ, মনের প্রধানতম সম্পদ দ্বিধা আমাদের নির্বিরোধ ভালালাগাগুলোকে তছনছ করে দেয়। এটাও সত্য...মনকে পুঁজিবাদে বিকশিত হতে হয়। মন আর স্বপ্ন বিক্রি করেই উপরে ওঠা মানুষ সক্রিয় শত্রুতে পরিণত হয়।আমি তাই স্বপ্ন মিলাতে চেয়েছি।

সত্য তো একটাই। যে কোন মুহূর্তের জন্য মাত্র একটা মুহূর্তই নির্ধারিত। একটা মুহূর্তই সত্য। তাই ভালবাসতে শুরু করলাম তোমাকে। মনের ভেতর যে স্বপ্নের বসত। এক ভালবাসার না--বোঝা ভাষা নিয়ে উৎকন্ঠায় হৃদয়ের হালটাকে শক্ত করে ধরে আমি আবার বাইতে শুরু করেছি। তোমার স্বপ্নের সাথে স্বপ্ন মিলাবো বলে। তোমার আপত্তি থাকতে পারে। প্রত্যেকেই সকাল দেখে...প্রত্যেকের চোখেই ভিন্নতার স্বাদ। অথচো দেখো...সকালের কিন্তু ভিন্নতা নেই, যেমন নেই রাতেরও।

একাকি অনিদ্রায় চোখ....প্রজাপতির ডানা মেলে উড়বার মত সুখ খুঁজে অপেক্ষায়। তুমিও জানো, আঁধার ছিন্নভিন্ন করে দেয়। নীল করে শিরা-উপশিরা। অদৃশ্য এক দেয়ালে আটকে রাখে। আমি কৃত্রিমতা, সমস্ত সৌজন্যতা ছাড়াই তোমাকে ভালবেসেছি। যদিও জানি...অস্থিরতা কোনো স্থায়ী জিনিস নয়, জীবন বিকাশে চাই স্থিরতা। তবে যে মূল যাত্রায় স্থির হয়ে যেতে হবে...!! ভালবেসে নাহয় একটু অস্থির হলাম। আমার অপেক্ষাগুলোও হলো নাহয় অস্থির! আমার স্মৃতির ভেতরে  চলে স্বপ্ন মিলাবার বিপদজনক খেলা। চূড়ান্ত বিষন্নতা যদি গ্রাস করে ফেলে তবুও তোমাকেই ভালবাসবো। জানি না উজ্জ্বলতা ফিরে আসবে কিনা! প্রতিটি ক্ষণে তবুও তোমাকে চাই। এসো স্বপ্ন মিলাই।

দ্বিধায় কিংবা অনুতাপ এসে পোড়ায়, পোড়াক, আমি আরেক হাজার বসন্ত নাহয় অপেক্ষা করবো।

ভালো থেকো প্রাণ।