নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রতিভা দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রতিভা দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

।।আলোয় ভুবন ভরা।।প্রতিভা দে




আলো যখন আমার
রবি কবির কথায়,
আলোয় ভুবন নিশার স্বপন,
আলো জগৎ ভরা,
আলোয় আলোয় 
স্নান করে হ ইযে 
আপন হারা,
আলোর হাওয়া,
আলোর মেলা,
সকল দিকে আনন্দ
মেলা,
এমন ভুবনে জন্ম
নিয়ে যেতে চাইনা ছেড়ে,
এমন সুন্দর আলোর
জগৎ,
সুন্দর মনের খেলা,
এমন আলোয়
আছি আমরা যেথায়
মুক্তি ধারা।

আকাশ টা মস্ত বড়:প্রতিভা দে


আকাশ টাতো মস্ত বড়
ঢাকে আকাশ রৌদ্র আলো,কখনো মেঘের রাশি,ঢেকে ফেলে শশী,
নিগ্ধ আলো মিলিয়ে যায়,
অন্ধকারে পথ খুঁজি তায়,
নিরবতায় দিন গুনে যাই
হয়ত তখন বিদ্যুৎ ঝলকায়,
সেই আলো পথ পাই,
ঝড়ের মাঝেও আলো থাকে
সেই আকাশটা নিরব বলি
যাকে।
দেখায় পথ এমন করেই,
আবার সূর্য পাঠায় ভোর
হলেই।

প্রতিভা দে




বিদ্যাসাগর সন্মানে
******************



নাম টি তোমার সাগর 
আছে যেথায় বিদ্যা
বিদ্যাসাগর,
সত্য দ্রষ্টা  দেখেছ 
বিদ্যাই দিতে পারে মুক্তিএক মাত্র শক্তি 
নারী পুরুষ সবার আছে অধিকার ,
মানুষের মত বাঁচার,
জ্ঞান যাহা দেয়
চলার স্বচ্ছলতা 
না হলে পদে পদে
বিপদের কথা,
নারীদের কি কষ্ট হয় না
যখন চিতায় জ্বালায়
স্বামীর সাথে সহমরনে
মানুষ হইয়া করে অমানুষিক কাজ
যত সব ভন্ড পন্ডিতের কাজ।
এক দিন ছিল এমন
পন্ডিত নামে তারা
সমাজের মাথা
যত নীতি করত পালন
তাহাদের হস্তক্ষেপের করত যতন।
এই ভাবে ধর্মের নামে হতো
জ্বালাতন।
সমাজে তাদের জন্য জাতি ভেদে নিষ্ঠুরতা,আরো কত
কঠোরতা,মানুষের জীবন
ছিল যথা এক নরক সম।
সেই সব থেকে মুক্তি দিতে
তোমার চিন্তা করেছে সমাজে
নূতন চেতনার উদ্ভব।
সেই থেকে মেয়েরা 
পেয়েছে কিছু স্বাধীনতা
না হলে আজ মেয়েরা থাকতো কোথা?
এখন শিক্ষিত হয়ে
মেয়েদের কিছু দূর্গতি
ঘুচেছে বটে ,কিন্তু তবুও মেয়েদের
হয়নি এখন তেমন মুক্ত জীবন।
সমাজ এখনো কলুষিত
এমন কি দেখা যায় 
যাদের থেকে শিক্ষা নেবে
তাদের মধ্যে ও আছে গলদ
সমাজ যেন একটা স্হান আস্ত বলদ।
কখন কোথায় কি ভাবে
কে নির্যাতিত হবে
ওৎ পেতে আছে দানবেরা
সমাজ শিক্ষিত বটে
আজও বিভ্রাট ঘটে
চরিত্র স্খলনে
সমাজের শিক্ষা এখনো পূর্ণ নয়।
ভালো যদি বেশী ,খারাপ জায়গা নিতে করে,ভয়
যখানে খারাপ বেশী
সেখানে ভালো এগোতে পারেনা
সেখানে সমাজের ধ্বংসের সম্ভাবনা।
আসুক অন্য বিদ্যাসাগর
সমাজের কারণে
সমাজ এখন আছে পতনের মুখে।

প্রতিভা দে




কলম সৈনিক
******* ****


কলম সৈনিক বটে 
ঢাল তলোয়ার ছাড়া
তবুও কলম করতে পারে
হাজার লোকের জ্ঞান হারা।
মস্তিষ্কে চালায় আঘাত
অনেকের ই ঘটায় ঘুমের ব্যাঘাত।
নিঃশব্দ গুলি চালায় অন্তরে
অনেকটাই গোল পাকিয়ে দেয় মন্তরে।
যা গেল তা অভ্যন্তরে 
কাজটা বড়ই গোপন স্তরের।
জেগে উঠে মানুষ স্থির জেনে
অন্তরে তা নেয় মেনে।
সেই অস্রের এমন আঘাত
রক্ত ঝরেনা
শক্ত হয় আরো অন্তরে
বরং মরতে পারে অন্যের কাছে
সত্যকে নিয়ে ঢাল
জ্বালিয়ে নিয়ে বুকে মশাল।
মৃত্যু বরন করে ।

প্রতিভা দে




বর্ষা এল
********



দুদিন ধরে আগুন ঝরে
আকাশ যেন ভারেগে আছে,
দম নেয়া ভার শ্বাস কষ্ট
খাওয়া দাওয়া য় নেই মন।
এমন দিনে বর্ষা যদি ভর্সা দিত
মনটা ভরে যেত
বর্ষা তখন মজা দেখে
দূরত্ব বজায়ে রেখে।
একটু যদি বর্ষা আসত
এমনটাই চাইত
দু দুবার করে স্নান করেও
মনে হচ্ছে জলে ডুবে থাকি।
এমনই অশান্ত অবস্থায়
হঠাৎ দেখি আকাশ জুড়ে
মেঘ করেছে
মেঘের সাথে তার ঘনঘটা
নামল বর্ষা দূরন্ত বেগে
আগুন যত মাথায় ছিল
জল পড়তেই গরম বাষ্প হয়ে বেড়িয়ে এল।
আস্তে আস্তে ঠাণ্ডা হতে হতে
চারদিক টা ঠাণ্ডা হাওয়ায় ভরে গেল।
কি বলবো অবাক করা আরাম হলো
কি শান্তি, শান্তি বারি হয়ে বর্ষা এল।

প্রতিভা দে



এক টুকরো আকাশ

********************


এক টুকরো আকাশ আমার বড় প্রিয়
সেথায় খেলে মেঘেরা সব ,আর যত তারা রয়।
আকাশ পানে তাকালে আমায় সাথে যেন
কত কথা কয়।
বলে আমায় আয় না আমার কাছে
সকাল বিকেলে থাকিস ত তোরা
বন্দী ঘরে বসে।
নিশ্বাস  নিবি যত বাতাস ছড়িয়ে আমার কাছে
হুরহুরিয়ে ছুটছে ওরা আমার পিছে পিছে
তারা কি ধরতে পারে ,আমায় এসে কাছে
এত ভরা আলো ,আছে আমার কাছে
সূর্য টা ও থাকে আমার আশে পাশে।
তারারা সব আমার কোলে ঘুমিয়ে থাকে
নিশ্চিন্তে
তোর কথা ভাবতে আমার ভালো লাগে
আয়না ছুটে আমার কাছে
থাকিস কেন ছোট্ট ঘরে, আটকে সারাটি
জীবন ধরে।

প্রতিভা দেএর কবিতা

     
     





                       পরিতাপ
                     ************
     





মায়ের পাশে লক্ষ লাশ
টেনে নিয়ে গিয়ে ছিল
ছেলেকে বলীর পাঠা করতে।
মৃত লাশের স্তূপ
সভ্যতা কি নিষ্ঠুর।
কান্না যেখানে হৃদয় বিদারক
কলজে যেখানে চিরে দেওয়া
কেন এমন নিষ্ঠুর রাজনীতি
বাঁচবার জন্য
এ কেমন বাঁচা
মানুষ হয়ে মনুষ্যত্ব হারিয়ে।
তোমরা কি ভুল করেছ?
যার শাস্তি এমন নির্মম।
ধ্বংস হোক এমন মনুষ্যত্ব ছলে বলে কৌশলে
পাপীদের দেক শাস্তি মহা প্রকৃতি
যাদের কাছে নগ্ন মনুষ্যত্ব
সৃষ্টি তাদের দিয়ে বিকলাঙ্গ তৈরী করুক
যেন প্রতি পদে বুঝতে পারে
অন্যায় অন্যায় ই হয়।
ছোট বেলার কথা
ভাই সাথে যথা
গাছে উঠে লাফিয়ে পড়া
বাবার বকা খাওয়া
ঠেং ভাঙলে হবে না বিয়ে
কি করব তোকে নিয়ে,
কাঁচা ঘরের বাঁসে
দড়ি বেঁধে কসে
ভাইয়ের সাথে দোলনা ঝোলা
এমন ছিল খেলা,
লুকিয়ে কিনে কুলের আঁচাড়
ভাই বোনেতে ইঙ্গিতে ডেকে
চোরের মত বসে
মায়ের চোখে ফাঁকি দিয়ে
না ঘুমিয়ে আচার খাওয়া
মনে পড়ে সে সব কথা
ভাই না থাকলে বোনের কদর হয়না
শ্বশুর বাড়ি চলে গেলে
ভাইকে পাঠিয়ে খবর নেওয়া।
ভাই ফোঁটাতে সে সব কথানিয়ে
চুপিচুপি হাসা আছে আজও
মনে ভাসাভাসা।
যমুনা দেয় যমেরে ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা।