নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তাপসী লাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তাপসী লাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মিলাপ :-তাপসী লাহা





আহা মন , রোদ ছায়ার এই নিত্য খেলায় অংশ নাও যখন মেঘের গুড়্গুড় তখনও ভোরের প্রথম আলোর মত কিছু সত্য।

জানালার শিক কেটে মন ভালোরা তাও ঢুকে পড়বে  ঘরের মেঝেয় আর পাখিদের সম্মিলিত কোরাস কলরবে বুঁদ হয়ে কাঠবেড়ালি হাওয়ারা বলবে ও লো, সই, আয় রে আয় , এই আমাদের কিচিরমিচির এতেই আছে তোর অসুখের দাওয়াই।

কান পাশে একটু আলতু ঠোটমগ্নতা,
আর অবাক মন্ত্রের পিহুকণায় তুই আবার সেই  তেপান্তরে হারিয়ে যাওয়া রাজকন্যার হইচইরবে প্রত্যাবর্তন।

  যে  পথ তোর ফেরা চিনে নেবে,দুধারে সারি সারি গাছ,নাম জানা, নাম না জানা ওদের বিভঙ্গে শুধু হর্ষ,রুপ আর মোক্ষ।

আর সব জীব, জড় আর আনন্দের কোলাজে কাহার্বা বেজে ওঠবে তোর বাহারি ঘাঘরার আন্দোলিত ছন্দে। ফুলে ফলে সুগন্ধের মাতাল করা এমন প্রজাপতির মতন ক্লেদহীন আকাশে  সুর ঘনাবে চিরমলনের।

বালিজুড়ি :তাপসী লাহা





প্রত্যাবর্তন
মানে ফিরে এলে,

দু পায়ের সমগ্রে থিতিয়ে জমে যাওয়া ভেজা বালির ভার।

শুধু  কি  এ ভার  নিয়েছি!

সাথে মিশে আছে মনের নিঝুম ঘর উপচে পড়া কালিঝুলি।

রোজ দেখি ঝাড়বো বলেও  হাত লাগাই না।

মলিনতার সাথে ধূসর বিষাদের অনুষঙ্গ।


মুক্তির কথা ভাবিনা।


শুধু এসব অন্যমনস্ক আবহের প্ররোচনায় টের পাই না ঘাতক শেকড়ের বিস্তার পায়ের তল ভেদ করে জাপটে ধরেছে অবদমনের মাটি আর আমার ঘরে ফেরা বাতিল হয়ে যায়।

বালিজুড়ি : তাপসী লাহা


প্রত্যাবর্তন
মানে ফিরে এলে,

দু পায়ের সমগ্রে থিতিয়ে জমে যাওয়া ভেজা বালির ভার।

শুধু  কি  এ ভার  নিয়েছি!

সাথে মিশে আছে মনের নিঝুম ঘর উপচে পড়া কালিঝুলি।

রোজ দেখি ঝাড়বো বলেও  হাত লাগাই না।

মলিনতার সাথে ধূসর বিষাদের অনুষঙ্গ।


মুক্তির কথা ভাবিনা।


শুধু এসব অন্যমনস্ক আবহের প্ররোচনায় টের পাই না ঘাতক শেকড়ের বিস্তার পায়ের তল ভেদ করে জাপটে ধরেছে অবদমনের মাটি আর আমার ঘরে ফেরা বাতিল হয়ে যায়।

তাপসী লাহা







ইচ্ছেরা
------------



শুধু হারিয়ে ফেলি


বারংবার  
স্বপ্নেরা লুকোচুরি
ঘরে ফিরে
তবু ফেরে না ইচ্ছের পাখিরা
আমি শুধু অকাজে খুঁজে  যাই
ভালোলাগা শরৎ ইচ্ছেগুলো।

তাপসী লাহা



তমসো মা
*********


ছন্নছাড়া  ঘরকন্যায়  বিন্যস্ত মানবজীবনে কাশফুল ফুটলে লোকে জানে এবার মা আসছেন।ধুলো ধুলো  দুঃখদের ঝাড়পোছ করে মনের ঘরে লাগাতে থাকি উদযাপনের খুশিরং।
বিস্তীর্ণ  সৃষ্টিরাজিতে প্রকৃতিও তুলে ধরে নিজের অপরুপ কলাকৃতি,পুকুরগুলো ভরে যায়  পদ্ম শালুক এ।প্রখর রোদের তেজ অমলিন  থাকলেও জলপাই রঙ গাঢ়তর  হয়,ঠিক পাওয়া উপহারের সোনালি  মোড়ক যেন। দীঘির গভীর জলে ঢেউএর আলোড়ন মানবমনের আকুল চঞ্চলতাকে ভাষা দেয় যা  মায়ের জন্য  সন্তান অনুভব করে।কবে আসবে তুমি,তাড়াতাড়ি এসো আর রাঙিয়ে  দিয়ে যাও  আনন্দে এ ভুবন। 
 ।      সময় বড় কম।মোটে একটা সপ্তাহ।জানি পাল্টাবে না দু ঃখের  সুবিশাল সিলেবাস।তবু প্রচেষ্টা  থাকুক,আশা থাকুক,আলো থাকুক  সব  প্রতিকুলতা,অসহায়তা, আধার থেকে উত্তরণের।একটা পথের  সন্ধান থাকুক,যার  রেখাসুত্র অনুসারে আমরা একটু ভালোর খোজ করে যাবো।শিশুদের পৃথিবীটা একটু নিরাপদ হোক।বয়স্কদের পৃথিবীতে পরিবারের সান্নিধ্যের ছোঁয়া লাগুক।নির্যাতিতরা বিচার পাক।
একটা সুন্দর সমাজের রুপায়ণে তোমার  শুভ কল্যাণী  সাহচর্য  ছাড়া আমরা তোমার সন্তানেরা কিভাবে এগোবো।
          দিকে দিকে বেজে উঠছে আলোর বেণু।আর আমরাও প্রস্তুত যাবতীয়  অনাড়ম্বতায় তোমায় গ্রহণ করে নিতে।আমাদের ঘরের মেয়ে, হে দেবী এসো এ আলোয় পথের দিশারি  হয়ে।
             

তাপসী লাহা






মেঘ ও বৃষ্টি 
**********




ওই যে  কাঠ কাঠ  গুমর মেঘের
এতে শান্তি আসে না,
পরিতৃপ্তি  কেনো নেবো দ্রোহী বাতাসে,
মৃগতৃষ্ণা  মন
বাউল বাউল আকে।
শত জন্ম ধরে এক বাসুকী জাগে
আলাপনে বিরহী দূত
চপল ধারাস্নানে 
আছড়ায় ঢেউ পায়ের পরে
অতীন্দ্রিয়  সুর বৃষ্টি হয়ে ঝড়ে।
মেঠো ছেলে বাড়িপথ ধরে
আজ আর কাদে না
গানের সুর করে।