নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রণজিৎ কুমার মুখার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রণজিৎ কুমার মুখার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রণজিৎ কুমার মুখার্জী







কিছু আলাপ কিছু কথা 
**************
 ১.আপনার কাছে কবিতা কি ?
উত্তর: আমার সন্তানতুল্য
২.আপনার প্রিয় কবি কে? আপনার অনুপ্রেরণা কে বা কি ?
উত্তর: নজরুল ও সুকান্ত
৩.আপনি কবিতা লেখেন কেন ?
উত্তর: সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কবিতা লিখি ।
৪.আপনার লেখা প্রথম কবিতা ও কাব্যগ্রন্থের নাম কি ?
উত্তর:   আমার প্রথম কবিতা " আমাকে তুমি চেয়ো নাকো " 1967এ প্রকাশিত ।
কবি/কবিতার সঙ্গে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত ?
উত্তর: কবিতা/কবির সঙ্গে পাঠকের সম্পর্ক মধুর হওয়া উচিত ।

                          কবিতা গুচ্ছ
                         ***********

                   দু দিনের জন্য 



তোমার কেশের গন্ধ নিয়ে
কত রাত্রি কাটিয়ে দিলাম ।
কত রাত্রি শুকতারা দেখে ঘুমোলাম ,
কত রাত্রি শৃগালের কান্না শুনতে শুনতে
নিজের আঁখি সিক্ত করলাম ।
কিন্তু পরিশেষে দেখলাম সব শূন্য ।
কিছু নাই , একমাত্র আমি ছাড়া ।
তাও আবার দুদিনের জন্য ।


              ঘুষ বিষয়ক 



ঘুষ নেই কোনখানে , 
ঘুষ না দিলে হয় না কাজ 
অপিস আদালতে ময়দানে ।
ঘুষের টাকায় মানুষ আজ 
            হাঁকাচ্ছে গাড়ি বাড়ি ।
আয়করকে ঘুষ দিয়ে 
                কিনছে নামী দামী গাড়ি ।
ঘুষ খায় থানার বাবুরা সব 
                        একথা সকলে জানে , 
ঘুষ খায় নেতা মন্ত্রীরা 
                        দালালের মাধ্যমে ।
ডাক্তারবাবু ঘুষ খেয়ে 
                     কেস করে দেন হাল্কা ; 
ঘুষের জোরে কঠিন ধাতব 
              নিমিষে হয়ে যায় পল্ কা ।
ঘুষ খেয়ে সাব রেজিস্টার 
                     নয়কে করছে ছয় ; 
ঘুষ দিতে মানুষ করে না দ্বিধা 
             করে না কেউ কোন ভয় ।
সীমান্তে ঘুষ দিয়ে হচ্ছে 
          বাংলাদেশে গোরু পাচার , 
ঘুষের এখন সর্বত্র 
                        রমরমা কারবার ।
আবগারি বিভাগ ঘুষ নিয়ে 
            মদের ব্যবসায় দিচ্ছে ছাড় ; 
তাইতো এ দেশ মাতালে ভরেছে,
             খুন ধর্ষণ হয় আকছার ।
পাশ পোর্ট ভিসা পেতে গেলে 
                   দিতে হবে সেখানে ঘুষ ,
ঘুষ খেতে খেতে মানুষ আজ 
        হারিয়েছে মান , হারিয়েছে হুঁষ ।
ঘুষ না দিলে হবে না চাকরি 
         দেখছি আজ নিজের চোখে , 
ঘুষের এই দুরন্ত গতি,
           বলো আজ কে তাকে রোখে ?
ঘুষ প্রতিরোধে এগিয়ে এসো 
                    নব্য যুবক তরুণ দল, 
এই ঘুষের এত ক্ষমতা 
                মানবিক মন করে বিকল ।




 
                 প্রকৃষ্ট সময় 



এখন সময়টাকে ম্লেচ্ছ বলবো না ,
সকলেই চাইছে ,জগৎ জুড়ে
একটাই জাতি
তার নাম হোক মানুষ ;
শুধু কাব্য ও কবিতায় নয় ,বাস্তবের আঙিনায় ।
থাকবে না কোন সাম্প্রদায়িকতা , ভেদাভেদ ,
জাতপাতকে ছুঁড়ে ফেলে দাও সাগরের জলে ।
সব যুগে সকল সম্প্রদায়ের মহাপুরুষেরা বলে
গিয়েছেন ; জীবের মধ্যে আমার অস্তিত্ব বিদ্যমান ।
আমি সর্ব ভূতেষু ; আমাকে যে মন -প্রাণ দিয়ে ডাকে , আমার স্মরণাপন্ন হয় আমি তাকে রক্ষা করি ; দেখি না তার জাতপাত ,দেখি না সে ধনী না
নির্ধন ; আমি তাকে দিই দর্শন ।তার অনেক প্রমাণ
লুকিয়ে আছে সর্বধর্মের পাতায় ।
তাই এসো ,আমরা সবাই সমস্বরে বলি সে কবির বাণী ; "ভুলি ভেদাভেদ জ্ঞান
            হও সবে আগুয়ান
           সাথে আছে ভগবান হবে জয় । "
হ্যাঁ ভাই জয় আমাদের হবেই ।সে জয় হবে
মানবতার জয় ; সকল জাতির মনুষ্যত্ববোধের
উদয় হবে তমসার বুক চিরে জেনো একদিন ।




            মনের ঠিকানা 




মনের ঠিকানা মন জানে না ,
তুমি যদি ভাই দিতে পারো ,
তোমাকে সহস্র আশরফি দেব
হাম্মত থাকে তো আগে ধরো ।
মনটা যে এ দেহের মধ্যে
কোথায় থাকে তুমি কি জানো ?
মনটা সদা বড়ো  চঞ্চল
শোনে না কথা কার ও  কোনো ।
যদি তাকে বলি দু 'দণ্ড বস,
এ হৃদয়ের মাঝখানে ,
পলকে সে কোথা চলে যায়
এ ভুবনের কোনখানে ।
তুমি যদি জানো মনের ঠিকানা
আমাকে একবার বলে দিও ,
তোমার আমি গোলাম হবো ,
মিছে বলছিনা দেখে নিও ।
পাহাড়ে অরণ্যে অনেক ঘুরেছি
পাইনি কোথাও মনের ঠিকানা ,
আমার মনের ঠিকানা কোথায়
আমার তো ভাই নেই জানা ।




বিপরীত মেরু সঙ্গম 




আমাকে সুখে রাখবে বলে 
বেঁধেছিলে গাঁটছড়া , আর
সব হলেও পরিনি সিঁথিতে সিঁদুর ।
তুমি ও আপত্তি কর নি । কারণ 
আমিও জানতাম তুমিও পড়বেনা কলমা ।
তোমার আমার ধর্ম মুখে বলছে এক কথা , 
কিন্তু কার্যত বাধা প্রচুর ; ।আর সেই কারণে 
আমরা চাই মাতব্বরি বন্ধ হোক ।
মাতব্বররা এসমাজে নিজের মনগড়া 
কল্পিত ব্যবস্থা গড়েছে ।আর তাতে 
রঙ চাপিয়েছেমৌলবী,হিন্দু পুরোহিত সম্প্রদায় ।
অথচ নাকের ডগায় নিয়মনীতিকে বুড়ো আঙ্গুল 
দেখাচ্ছ আজকালকার সন্তান । তারাই বলছে 
আমরা অমৃতের সন্তান , পরমপুরুষ আমাদের 
পিতা ,বসুন্ধরা আমাদের মাতা ।
আমরা সেখানেই সকলে লীন হই একদিন ।