নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শম্পা সামন্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শম্পা সামন্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শম্পা সামন্ত

 কুমারীর আলিঙ্গন


ধীরে ধীরে আমি মৌন মন্থর আলিঙ্গন করছি কোনো বৃহদায়তন পান্থ পাদপের চরণ।
আর সেই আলিঙ্গন এক আকাশের গায়ে চাঁদের ছায়া।
যে রাতে ঘুমিয়ে থাকার কথা ছিল সে রাতে আর ঘুম এলোনা।
দীর্ঘকাল যেন সূর্যের নীচে শুয়ে থাকা যাপন।
আর কম্পিত নি: শ্বাস প্রবাহিত হচ্ছে।
আমি এপর্যন্ত যা জানি তা করা উচিত হলনা আর যা যা জানা নেই তা যেন অপটু হতে সেরে ফেলছি। 
এক পটু শিকারির মত।
আমি যা যা দেখিনি তা আমার ভাবনা।
আর যা ভেবেছি তাও শরীরি কল্পনা।
আর সবুজ বনানী ঘিরে আমার হারিয়ে যাওয়া।
অস্তিত্বহীন। নাম।

সাকিন

অসুস্থতা তোমার পারগতাকে চাগিয়ে তুলতে পারে  অকর্মন্য এক জীবন খুঁজে পেলে।
লাল রঙা গোধুলির মাঝে এই প্রেম ভ্রূপল্লবিত।
ছায়ামুখ যেন আঁকাবাঁকা পথময় ছড়িয়ে।ঐ আলোময় মুখ ঘিরে আমার অনুভব।এই ক্লিশে হয়ে যাওয়াস্মৃতি মেদুর গতি।আর হাজার বছর আমি টিকে থাকি।
বিষাদের আঁধার টুকু নিয়ে, বেরসিকের মত।আর ক্ষতগুলো সানিয়ে নিচ্ছে তরবারি।
এখন একটা সঙ্গী পেলে পারাবার পেরোতে পারি।
একটা অশ্লীল কবিতা লিখতে অঙ্গীকার করি। 
তুমি কী আমার সঙ্গী হবার প্রতিজ্ঞায়  হাত ধরবে?