নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

এস. কবীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এস. কবীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এস. কবীর






জয় হোক 
*********

                                        

জীবনের প্রতিনিয়ত বালখিল্যতায়-
অদম্য দেউল পাখি ফুঁরুৎ উড়ে চিলেকোঠায়;
শীতল ঠান্ডা হাত  নগ্ন হয় শীতের দিনে,
একবার কাছে টেনে নেওয়া মানে-
মরা গাঙে বান আসা-
দরিয়ার ঢেউ - এ গা ভাসানো, গা ভেজানো,
উথাল - পাথাল মর্ত্যতল;
তবে কিসের নেশায় উজান স্রোতে হাঁটা?
প্রাচীন দেবতার ডাকে সাড়া না দিয়ে উপায় কি?
কাঁকড়ের রাস্তা বেয়ে পথে হাঁটা মানে-
তোমার টানে বিচালির  মাচান খোঁজা;
উলুবন থেকে একদল পাখি ডেকে ডেকে সারা-
চৈতালী রোদে.....।
কারা যেন বলেছিল - ভালোবাসার যুদ্ধে অন্যায় বলে কিছু নেই? সে না থাকুক!
একনিষ্ঠ প্রেমি হিসাবে তোমার বক্ষে -
উঠুক আমার খদিত নাম;
জিন্দাবাদের বদলে - ভালোবাসার জয় হোক -
জীবনের ইতিহাসে...। 

এস. কবীর






আমি হাইরোড 
*************

                                    
আমি হাইরোড-
আমার ওপর দিয়ে কত শত
ব্যাস্ত যান বহে যায় সাঁই_সাঁই করে-
দিন দুপুরে, রাত-বিরেতে;
উন্নয়নের চাকা অনির্বাণ ঘষটে চলে
আমার পিঠ ঘেঁষে -
তবুও আমি শ্রান্ত শহন শীল!
মাঝ রাতে ঘুম ভাঙে - নতুন চাকা আর
নতুন রাস্তার উৎকট আত্মচিৎকারে-
শোঁ-শোঁ নিশুত শব্দ! (তবুও) আমার
বুকের উপর বহে যায় -
শত টন লৌহ বোঝায় গাড়ি -
যান বোঝায় শিশু - পুরুষ - নারী ;
গ্রীষ্মের দাবদাহে তপ্ত বায়ুর ঝাঁপটে-
ঝলসে যাওয়া পিচের চামড়ায়-
বর্ষার খানা খন্দে ভর্তি জলে ;-
শীতার্ত ঘন কুয়াশায় কুহেলিকার
মাঝে অদেখা পথে ছুটে যায় -
ঊর্ধ্বশ্বাসে, সময়ের সাথে গতি বাড়িয়ে ;
ঋতুরাজের টানে, চিল-কোকিলের গানে-
ছুটে যায় বন হতে বনান্তরে;
তবুও আমার রাজপথে শিশুর রক্তে
লাল হয়ে যায় কখনো মানুষেরই ভুলে!
কত আয়ু হয়ে যায় ক্ষয় নিয়মের অনিয়মে!
তবুও আমার হয়না শেষ পথ চলার -
শহরের বুকচিরে বহে যায় - আমি হাইরোড -
দিক হতে দিকান্তরে।