নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সামসুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সামসুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অসমরেখ :সামসুল হক



জীবনের প্রত্যেকটা বাঁক ঘুরে ঘুরে
 এক একটা যাপন ঘর
সুখের পরোয়া করিনি কোন দিন
আজও করি না
জীবন আমার নিজের ভালোলাগা, 
 হিংসাহীন হালকা চালে নিজেকে ফিরে দেখা ।

হে মহাজীবন, চলেছি তোমার দেখানো পথে ...
মিথ্যা আর হিংসার শরক্ষেপ
রক্তাক্ত হই রাত্রি-দিন,
গ্রহণ চলছে সভ্যতার হৃৎপিণ্ডে
ছায়াহীন-কায়াহীন-মায়াহীন
ধূ-ধূ ঊষর মানব-জমিন ।

আজীবন তৃষ্ণা বেড়ে চলে
মরনেও নাই সুখ
সরলরেখা ভুলে সবাই বিন্দুতে দেখে মুখ ।
           

বসন্ত স্মৃতি :সামসুল হক


দুচোখে প্রেমের প্রদীপ
হৃদয়ে কাশের বন
চল না, ওলো সজনী
দুজনে হারিয়ে যাব মস্ত-মগন ।

শাখাতে আসবে মুকুল
অলিকুল গুনগুনাবে
রাখবো তোর হাতে হাত
জীবনের সুখ-দুঃখ সব খেই হারাবে ।

আজ এই বসন্ত-দিন
তোকে খুব পড়ছে মনে
ভুলে সব প্রতিশ্রুতি
সার ফেলে তুই, ছুটলি কার পিছনে ?

আজো সবুজ আমার আকাশ
শুভ্র স্মৃতি-মেঘ ভাসে মনে
ক'টাদিন কাটিয়ে যা না
রোদেলা বসন্ত দিন এই উঠানে ।

আসা আর যাওয়ার মাঝে
জমালি সই কত ধন ?
যোগ-বিয়োগের খাতাখানা
রাখছে হিসাব কোন্ মহাজন ?