নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তাপস গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তাপস গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তাপস গুপ্ত





বুড়ো চাঁদ চোখ পালটায়ে



(অর্ক, সিদ্ধান্ত,দীপ্ত, দিয়ান,  অরিত্র, সৌরভ, তোমাদের পাহাড়ি রাতের সেই উদ্দাম অনুভূতির প্রকাশ...এই কবিতা..যদি হয়ে থাকে)

এবার পাহাড়ে মদ গিলে যা হয়েছিল
তুমি না সামলালে কি যে হতো,
হর হর বমির সঙ্গে ভেতরের জমা বাসি
শুধু মণিপুরী জয়েনে ভাসে কামু কাফকা,

ওই তো স্পষ্ট
দু দুটো বুড়িকে খুন করে
একদিকে চুপ করে দাঁড়িয়ে রোডিয়া
তলস্তয়ের দাড়িতে উকুন বাচ্ছে
তারপর দেখে সেগুলো সাইবেরিয়ার
ফ্যাকাসে বরফকুচি ট্রোজান বাগ;

ওফ্! কি যে হবে এখন এত ধোঁয়া মদে
সব তালগোল পাকাচ্ছে,
এই চাঁদিম পাহাড়ি ঠান্ডায়
যতবারই চন্দ্রাহত আমি কর্ডে টিউন বাঁধি
ততবারই এসে দাঁড়ায় অনুষ্কা,প্রিয়াঙ্কা ভাবনা
রোশনাই সোনিয়া(এই সোনিয়া আট বছর নির্বাসনে ছিল
রোডিয়া র সঙ্গে, ছামিয়া বিদায়কালে দিলজ্বলা নেচে
গববরের কাছে শ্রমনী মুদ্রায় চেয়েছিল ধনেখালি তাঁত
গব্বর ব্যস্ত ছিল মাছি মারায়, বেচারি আর বেচারা
যদি এ ওর পিঠ চুলকোতে পারতো…)
চাঁদ মেয়ে সব,
জোছনার জোনাকি এদের শরীরে খেলে,
কতবার চেয়েছি ধরতে ওই জোনাকি ফুলকি
আঙুল জমেছে হিম কামনায়,
সব নোট পথ খোঁজে ধ্রুব পদে,
তখনই কামনার গণ হিস্টিরিয়া
রক্তমাতনে আমাকে সব ভুলিয়েছে,
ও চাঁদ তুমি কেনো জোছনা হলে
অনুমুখ ডায়ামিটার এর লাভা উদগীরণ
তুমিও অহল্যা ব্যাসল্ট হলে!
বুড়ো চাঁদ চোখ পাল টায়ে কয়
আমি নিয়েন্থার্ডাল প্রেমিক পিতা
প্যাপিরাস পাতা রক্তে চুবিয়ে লিখেছিলাম
তারা , ইয়োর বডি ইজ আ ওয়ান্ডারল্যান্ড,
অদ্ভুত চোখ হেনে বৃহস্পতি বলেছিলেন,
এক বেদনাদীর্ণ পুরুষ পশু হয়ে ধ্বংস হতে চলেছে
ঈশ্বর শুধু তখন করতল ঘষেন,
গিটারের কর্ড ছিঁড়ে জয়েন টেনে
গন্ধর্ব জন মেয়ার বলে ওঠে
এ মায়াকোভস্কি ফুঁকছে...তুমি পালাও..।
আমি মেনেছি সেই দেব পুরুষের কথা!
হে নক্ষত্র সুন্দরি ,
গ্যালাক্সি থেকে গ্যালাক্সি ঘুরে
আমরা তো গেয়েছি জীবনের গান,
গিটারে খেলেছিল আঙ্গুল
বিস্ময় বিভূষিত তোমার শরীরে জীবনানন্দ
আমার গানের চরণে , সে এক বিপন্ন বিস্ময়;
যতবার বলেছে কবি বুড়ি চাঁদ,
ততবার বলেছি আমি হয়নি,
আমি ক্ষয় রোগী কিন্তু লিঙ্গান্তরিত হইনি,
তাছাড়া তারা মা হবে এবার!
তখন কবি চোখ পাল্টিয়ে কয়
পৃথিবী তোমার মা প্রেমিকা সহোদরা,
হে আচার্য মাতুল,
এবার এক আশ্চর্য উটের গ্রীবার মত
স্তব্ধতা এসে তোমায় গ্রাস করবে
মাত্র কয়েক মাইক্রো পলে!
তখনই জ্যোৎস্না চিরে দৈব বাণী শুনি
নিজের শিরায় তুমি বয়ে নিয়ে চলেছে অপেক্ষার নদী
ভালোবাসা স্থির হয়ে শুনছে,
ওয়েটিং ইন ভেইন,
তখনি আমি নিজেকে ভেঙে চুরে জানতে চাই
আই ডোন্ট ওয়ানা ওয়েট ইন ভেইন ফর ইয়োর লাভ,
কিন্তু তুমি যত দিন না আসছ,
আমার প্রেমিকা নারী
ঋতু পর ঋতু
আমি চাঁদ নক্ষত্র পুত্র
আই এম স্টিল ওয়েটিং দেয়ার।


(ঋণ স্বীকার: জীবনানন্দ, মায়াকোভস্কি, জন মেয়ার, বব মার্লে, আধুনিক বাংলা গান)