দিন শেষে রাত আসে রাত পোহালেই দিন
হিসেব খাতায় শূন্য পাতা শোধ হলোনা
দিনের আলোয় এতটুকু ঋণ।
আলোর দেখা পাইনা দিনে
তাইতো বুকের পাঁজর ভাঙা ব্যথা,
চোখের জলে বুক ভেসে যায়
তবুও ছবিটা যে কয়না কথা।
আগুন জ্বলে আঁখি কোণে
দেখে রাতের খামখেয়ালী আঁধার,
তবে কি?
কিয়ামতের আলামত চোখের সামনে
সুন্দরও পৃথিবী আজই ছেড়ে যাবার।
চায় না যেতে একা ফিরে
সঙ্গী তবে কে?
বুকের পাঁজর ভেঙ্গে নিয়ে
আমায় গায়ে রক্ত মেখে নিঃস্ব করে দে।
সইবো কেমনে এমন কষ্টের সাগর
উথাল-পাতাল সাগরের বে-সামাল ঢেউ,
পাষান সূর্যের প্রখর তাপে দেহ অঙ্গার
বুঝলো না তা কেউ।
রোগে শোকে মান অভিমানে
জিদের বাড়ি ঘুনে পোকার ঘর,
এ যেন জগৎ সংসারের মাঝে
হঠাৎ বৃষ্টি কালবৈশাখী ঝড়।
তারা ভরা নিঝুম রাতে
বাড়ছে মনের ব্যথা,
চোখের জলে বুক ভেসে যায়
তবুও ছবিটা যে কয়না কথা।