নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অর্ঘ্যদীপ আচার্য্য




কিছুটা অবাক ঠোঁট, অবাধ্য সেজে নামে গালে,
শহরে মিছিল হোক, চেনা কোনও বোতাম হারালে।


বালিশের প্রতিবেশী আজও সেই অপরূপ হাতই - 
চোখেরা বৃদ্ধ হলে, কান্নাই বিরল প্রজাতি।

বৃষ্টিই থাকে শুধু ছেড়ে এলে, মানুষের পাশে,
চলো, তুমি-আমি মিলে একসাথে যাব ইতিহাসে।

মায়াবী ঘুমের কাছে পরজন্মের থেকে ফিরি,
আমার যেমন তুমি, বিপ্লব হলো জন হেনরিরই।

তুমুল দুঃখে যদি "ভালোবাসি" বলি, মেনে নিও -
মানুষের মিথ্যেতে, দোষ পেল একা পিনোকিও।

ভালোবাসা রোজ জেতে, প্রেমের এই একদিনই জেতা,
সবচেয়ে সফল আজ পৃথিবীতে ফুলবিক্রেতা।