নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রিক্তা মুখার্জি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিক্তা মুখার্জি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রিক্তা মুখার্জি



*অমর একুশে*
************


জননী, আমার গর্বিতা জননী,
দেখ তোমার ছেলের লহু জননী,
গড়িয়ে লাল এই মাটির বুকে,
তোমার গৌরব তুলে ধরতে
তারা জেগেছে শান্তির চিরহরিৎ মুখে।

ভুলেছে জোছনাস্নাত চাঁদনী রাতের ফোয়ারা,
গায়ে মেখে কত রক্ত, ঘাম,বুলেট,
পাহারারত বিনিদ্র রজনী।
ও আমার স্বাধীন জননী,
সমুদ্র নদীর রক্তজলায়
তোমার ছেলেরা রয়েছে সেথায়,
পাহারারত বিনিদ্র রজনী।

আকাশের বিদ্যুৎ ঝলকের মত জেগে ওঠা
তোমার রূপেরঘটায়, প্রকৃতির ঘ্রাণে,
সবুজের ঘোমটাপরা উদার দিগন্তরেখা জননী,
ওরা এনেছে স্বাধীন বাংলায় শান্তির পায়রা,
তুলে ধরেছে পেশিবহুল হাতে
এই মানচিত্র, সবুজের মাঠ,
কৃষাণের লাঙল, পতপত করে ওড়া
লাল সবুজ সমুজ্জ্বল তোমার আঁচল জননী।
ওরা এঁকেছে সুউচ্চ তাল-তমালে
স্বাধীন সূর্য লহুর প্রেম, প্রশান্ত বায়ুর অবনী।

হিমালয়ের শিখর ছড়িয়ে
বাংলার স্বর্গ তুলে দিতে
ওরা জেগেছে বিনিদ্র রজনী,
অজস্র বুলেটের আঘাতে
ঝাঝরা বুকের কাঁপুনি,
মরেও ওরা মরেনি,
মরেও ওরা মরেনি।
হে আমার দুখী বাংলা জননী,
তোমার চোখে অশ্রু মুছে,
ওরা লুটিয়েছে তোমার শিয়রে,
হাসি হাসি দিবস রজনী।

ওরা এঁকে গেছে ভাটিগাঙ স্নিগ্ধ জল হাসি,
শত শত মাইল সুবিস্তৃত তটে,
তোমার ঢেউয়ের বাঁশি,
বীরের সমুদ্রজলে দিগন্ত প্রসারিত
ডানা মেলা গাঙচিল, সারস,
সূর্য ছুঁয়ে সদা জাগ্রত মাঝির তরণী,
ও আমার শান্তির জলপাই পাতা জননী।
জেগেছে ওরা তোমার শিয়রে
হাসি হাসি মুখে দিবস রজনী।

রিক্তা মুখার্জি




ভালোবাসার লেভেল
***********************




     
উফ! নড়তে পারছি না রে অনু! কী প্রচুর খাওয়ালি!প্রায় পাঁচ বছর পর পিয়াস এসেছে অনুশ্রীর বাড়ি।স্কুল জীবনের হরিহর আত্মা দুই বন্ধু।
   'তুই ভালো আছিস তো অনু?' হঠাৎই জিজ্ঞেস করে পিয়াস।
    'কেন?তোর কি মনে হচ্ছে আমি খারাপ আছি?' হালকা হেসে জিজ্ঞেস করে অনু।
      বুঝতে পারছি না খারাপ কিছু,কিন্তু.... কিভাবে বলি তোকে.... জানি না আমি ঠিক না ভুল'!
   বল না।প্রবলেম নেই কিছু।আমি হেল্প করবো তোকে?'
'মানে?তুই জানিস আমি কি বলবো?'
'অমিত তো?তোর সাবজেক্ট? এর মধ্যে নিশ্চয়ই কোথাও দেখেছিস লাবণ্য র সাথে।দেখে বুঝেও গেছিস যে,ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে প্রেমের! হ‍্যাঁ, আছে। অমিত লাবণ্য কে ভালোবাসে।বুঝলি কিছু?'
    'মা-ন্নে? তুই ভালোবেসে বিয়ে করলি। তোর জন‍্যেই ওর চাকরি, বাড়ি, গাড়ি.... আর ভালোবাসে লাবণ্য কে?'
      'ভালো আমি বেসেছিলাম পিয়াস।এখনও বাসি।ভালোবাসার অন‍্যতম শর্ত স্বাধীনতা।ওর খুশিতে আমার কোনো আপত্তি কোনোদিন ই ছিল না, আজ ও নেই।আমাকে তো অমিত কোনো অবহেলা করে না।যথেষ্ট কেয়ার নেয় আমার একটা হাত নেই বলে। আমাকে ও সব ই বলে । আমি ভালো আছি রে। তুই ভাবিস না। লাইফ ইজ ওয়ান্ডারফুল।'
     অনুশ্রীর চোখের গভীরে কোনো দুঃখের ছায়া দেখতে পায় না পিয়াস।এই ভালোবাসার লেভেল বুঝতে আপ্রাণ চেষ্টা করে যায় শুধু।