নিত্যনতুন প্রেমান্তর
******************
******************
বাকল মোচন, শুকনো পাতা, ঝরে যাওয়া সবকিছু
উল্টো পিঠে দিচ্ছে টহল কয়েকশো প্রেম। ঘাড় পিছু।
খোলাই ছিল রাস্তা দু'দিক, পা চেপে যাও পাশ কেটে
শব্দ পেলেই মৃতেরা ঠিক নেমে আসবে প্ল্যান চ্যাট-এ।
তার চেয়ে বরং ন্যাংটো হয়ে ঘুম দি এসো। দীর্ঘায়ু।
লক্ষ 'তুমি'র গর্ভ তুমি অনিন্দিতা প্রেম-স্নায়ু,
উগড়ে দিচ্ছো!উগড়ে দিচ্ছো!কক্ষে কক্ষে কোপ, জানি
আমারও নেই অসুস্থ ভয়। ব্যাধির অনুসন্ধানী।
কথার ভাঁজে বাঁধছি শুধু লারেলাপ্পা মস্করা,
স্পর্শ মেশাও, পাল তুলেছে পেন্ডুলামের শিরদাঁড়া।
সমস্তই তো স্রোতোস্বিনী চরের নীচে খলবলে,
চুপসে চোখের দৃষ্টিপাতই টেম্পোরারি ফেল হলে।
গতি! সে নয় প্রতীক্ষিতা, বহমন্দ্রে উদবায়ী,
চরিত্রেরা বদলে প্রতি উপন্যাস ও অধ্যায়-ই..
আগলাবে না আ়ঁচল পেতে, মেঘ জমেছে এক মনে;
আমার হৃদয় কুরবানী দি নব্য প্রেমের অঙ্গনে।