নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

দেবস্মিতা খাঁড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবস্মিতা খাঁড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃস্টি :- দেবস্মিতা খাঁড়া


এক বৃষ্টিমুখর দিন, মেঘের গর্জন,
সারাক্ষণ বৃষ্টি, আকাশ মেঘলা,
তরতর করে রেলিং গড়িয়ে বৃষ্টি পড়ছে,
আজ তবু খোলা আমার ঘরের জানালা।
সেখানে নীরবে বসে আছি একেলা।

পথঘাট কর্দমাক্ত বৃক্ষ ভেঙে পড়ার শব্দে,
তবু আমি বসে আছি, একা নিস্তব্দে।
তখন আমার দৃষ্টি প্রকৃতি পেরিয়ে,
মাঠ-ঘাট, গাছপালা, সবকিছু এড়িয়ে।
তবু আজ মনে পড়ে সেই স্মৃতি,
কোথায়, কবে বিদায় দিয়েছি ইতি।
সেই ভূলুণ্ঠিতা প্রকৃতি বড় অসহায়,
আমারই মতো ঝরঝর দুচোখে অশ্রু ঝরে যায়।

শুনেছো সেই কথা ওগো অন্তর্যামী?
যে প্রকৃতির মাঝে হারিয়েছিলাম আমি