নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তানিয়া ব্যানার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তানিয়া ব্যানার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তানিয়া ব্যানার্জী





সুখ
-----------------------




ওরা আসবেনা ভাবে রোজ রোজ..
ছোঁবেনা ভাবে রোজ রোজ।
ফুসফুস নিয়ত ছোটো হতে হতে নিদান হাঁকে,
ওরা অভুক্ত,  ওরা নিদ্রাহীন...
নির্জলা উপবাসে বাঁচে রোজ রোজ।
উপেক্ষার বুদবুদে নদী নালা মিশে এক হয়ে যায়,

ওরা আসে... ওরা যায়..... ওরা বাস করে মজ্জায় মজ্জায়,
কেমো থেরাপি বড্ড কড়া ডোজ----
দাঁতে দাঁত দিয়ে,  জীবানু মারার অভিপ্রায়,
তবু' তো ওরা আসে,  সারা শরীর ,  রক্তে মেশে --
দৃশ্য দূষণ,  কাব্য দূষণ,  সঙ্গ দূষণে বাড়ে রোজ রোজ।
শরীরের ভাঁজে ভাঁজে পোঁতা,  ওদের বীজ,
জানলা বেয়ে.. দরজা বেয়ে আসে ওরা,
হাত বড়ালেই পাতা মুড়ে যায় --
লজ্জাবতীর মত....তবে কি! 
গাছেদেরও অসুখ হয়!  কাছে ফিরে এলে,  পেতে চাওয়া যত!

তানিয়া ব্যানার্জী




উপসংহার
-------------------



অশৌচ পালছে বোধ-
  প্রায়শ্চিত্ত! 
মৃত্যু যে বাকি আছে এখনো! 
এহেন রাজরোগে শয্যাশায়ী প্রাণ, 
প্রমাদ গুনছে সময়...
হবে আদ্য শ্রাদ্ধ সপিন্ডি করণ। 

কীটনাশকের বোতলে মিনারেল ওয়াটারের বিজ্ঞাপনী  ছবি 
সততাও তুরুপের তাস,  মোম পেন্সিল আঁকে, 
     নকল ঘাসের জলছবি। 

এ বড় চেনা ছবি,  রাজা রাজা খেলা -
  রানীর হাতেই ঘরের চাবি। 
ভাঙছে ব্রিজ... মরছে নীচ, 
  আকাশ রঙে ঢাকছে ক্ষত। 
তবুও চোখ বাঁধা দাড়িপাল্লা!  গাইছে গান...
 " যায় যদি যাক প্রাণ!  হিরকের রাজা ভগবান "
  
  অশৌচ পালছে বোধ... 
  প্রায়শ্চিত্তে অনড় মেরুদন্ড, 
   এবার কাঠামো হোক বিসর্জন।