বিদারণ
*******
দিশাহীন সীমাহীন আকাশের পানে চেয়ে
কেটে গেছে কতো নিদ্রাহীন রাত্রিবেলা।
পেরিয়েছে কত কম্বল মোড়া রাত।
গগনের কালো গায়।
দেখেছি উজ্জ্বল আভা কুমকুম
দিগন্ত প্রান্তরেখায়।
বহুকাল কেটে গেছে,
মিহিয়ে গেছে কত খই
মধ্য রজনী বুকে।
কেটে গেছে কত শত ঋতু
বয়ে গেছে বহু কাল।
এ যেন নতুন শতাব্দীর বছর।
দেখেছি অচেনা কিছু।
এ যেন আগের মতো নয়।
যেদিন রঙিন হোরিখেলা হলো
কেমিক্যালে ভেজা ,পেটে কেমিক্যাল
কটা মুখ...
ভেসেছিল বসন্তের স্তম্ভিত হাওয়ায়।
কেঁপেছিল বুক।
কাঁটা এসেছিল গায়
সেবেলা ছিলনা শীত ,ছিলনা
কিছু হারানোর ভয়।
যুগের হাওয়ায় বুঝেছি কত জোর।
নারীরা যৌবনে বিভোর
পুরুষের লালসায় দৃঢ় পেশিজোর।
বুকে দেয় শিশু ধোঁয়া
এ জগৎ ধর্মের ডোরে বাঁধা ,
চারদিকে হানাহানি ,শোরগোল।
সকলে ভুলে গেছে মানবতা
ভুলে গেছে বিবেকানন্দ,কালাম |
চূর্ণ হল কী শান্তির বাণী
রাজনীতির দলাদলে?
আসছে নতুন বছর, আসছে নবীন সুর
মুছে দিয়ে যাক মলিনতার লজ্জা।
প্রানে বাঁধুক প্রেমের গান বাজুক ছেঁড়া তানপুরা।
মিলনের ঐক্যে হউক ব্রতী।
নয় ধর্মের স্লোগান ,নয় কোন রাজনীতি
কাঁপুক পৃথিবী মানবের ডাকে
আমরা মানবজাতি |