নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

গোলাম মোস্তফা লিটু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোলাম মোস্তফা লিটু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নতুন পৃথিবী চায় : গোলাম মোস্তাফা লিটু



যে শিশুটির নেই ঠিকানা
নেইকো আপন ঘর
যে শিশুটি গ্রীষ্ম বর্ষা শীত নয় শুধু
সারাবছর থাকে পথের 'পর।

সেই শিশুটির জন্য একটা
নতুন পৃথিবী চাই
যে পৃথিবীর বুকে শিশুর
ঘরের অভাব নাই।

যে শিশুটি ক্ষুধার জ্বালায়
ময়লার'পর খাবার খুঁজে ফেরে
যে শিশুটির দিন কেটে যায়
অর্ধাহারে কিংবা অনাহারে।

সেই শিশুটির জন্য একটা
নতুন পৃথিবী চাই
যে পৃথিবীর বুকে শিশুর
খাবারের অভাব নাই।

যে শিশুটি পায়না আদর
মায়া-মমতার স্নেহ ভালোবাসা
যে শিশুটির জীবন জুড়ে
নিদারুণ দুঃখ্য-কষ্ট ঠাসা।

সেই শিশুটির জন্য একটা
নতুন পৃথিবী চাই
যে পৃথিবীর বুকে শিশুর
স্নেহ ভালোবাসার কোন অভাব নাই।

যে শিশুটির সাধ আহ্লাদ
হয়না কভু পূরণ
যে শিশুটি অনেক কষ্টে
কোনমতে করছে জীবন ধারণ।

সেই শিশুটির জন্য একটা
নতুন পৃথিবী চাই
যে পৃথিবীর বুকে শিশুর
জীবনধারণে কোনও কষ্ট নাই।


উদ্ভট এক রাজার কথা: মোঃ গোলাম মোস্তফা লিটু


উদ্ভট এক রাজার কথা
করবো আমি বর্ননা,
এ রাজার রাজ্যের সাথে করোনা
আপন,দেশ রাজ্যের তুলনা।

ক্ষমতা পেয়েই রাজা
হয়ে কঠিন কঠোর খুব,
বিরোধী দলমত কে দমন করে
ভয় দেখিয়ে করিয়ে দেয় চুপ।

চাটুকারেরা ঘিরে থাকে
রাজার চতুর্দিকে,
রাজ্য চালায় রাজা মশাই
চাটুকার বেষ্টিত থেকে।

চাটুকারদের তোষামোদে
রাজা হয়ে গদগদ,
চাটুকারদের দান করেছে
নানান,গুরুত্বপূর্ণ পদ।

রাজা মশাই মানুষ ভালো
বহুত পরহেজগার !
চামচাগুলোর কর্মদোষে
দুর্নাম হচ্ছে তার।

দুর্নীতিগ্রস্ত সান্ত্রী মন্ত্রী
রাজার রাজ্যসভার,
যে যা পারছে করছে ভোগ
রাজ্য করছে সাবাড়।

অপরাধ যা হচ্ছে রাজ্যে
সব করছে রাজার লোক,
কিছুই করার নাই প্রজাগণের
বিস্ময়ে,গেলা ছাড়া ঢোঁক।

রাজ্য যাচ্ছে রসাতলে
রাজা রাখে না খবর,
ব্যস্ত রাজা কোষাগারের টাকায়
করতে বিদেশ সফর।

উদ্ভট সেই রাজার বিরুদ্ধে যবে
জাগবে রাজ্যের প্রজাগন
টেনেহিঁচড়ে নামাবে মসনদ হতে
ধুলোয় লোটাবে সিংহাসন।

চাটুকার বেষ্টিত ছিল
অতীতের যত উদ্ভট রাজা
ইতিহাস সাক্ষী তারা ভুগেছে দুর্ভোগে
পেয়েছে নিদারুণ নিষ্ঠুর সাজা।।

নির্ঘুমতায় রাত্রী কাটে : মোঃ গোলাম মোস্তফা লিটু



বহুদিন ধরে ঘুমাইনা আমি
প্রহরের পর প্রহর কেটে যায় নির্ঘুম
নিদ্রাহীন চোখের নিচে
কালসিটে দাগ,স্পষ্ট থেকে স্পষ্টতর হয়।

রাতের পর রাত কেটে যায় নির্ঘুমতায়।

যখনি চেষ্টা করি ঘুমানোর
চোখের সামনে ভেসে ওঠে,ধর্ষণের পরে হত্যা চেষ্টায় দেয়া আগুনে পোড়া
আমার বোনের ঝলসানো বীভৎস শরীর।

যন্ত্রনা ক্লিষ্ট নিষ্পাপ মুখাবয়ব।

আমাকে রোজ যন্ত্রণা দেয়
সীমাহীন কষ্টে ভোগায়
অসুস্থ পিতার অসহায় মুখচ্ছবি
মাতার করুন আর্তনাদ। ধর্ষিতা বোনের--

শতকোটি প্রশ্ন সম্বলিত স্ব-করুণ চাহনি?

আমাকে রাত্রির পর রাত্রি জাগায়
ডুবিয়ে রাখে সীমাহীন বিষন্নতায়
ঘুম নামক শান্ত দানব হিংস্র হয়ে উঠে
আমাকে চোখ রাঙিয়ে শাসায়। বলে --

ঘুমাতে চাও ? প্রতিবাদী হও। প্রতিরোধে যাও।।


নেতা :গোলাম মোস্তফা লিটু


ভোটের আগে সব নেতাদের
হারায় চোখের ঘুম ;
জনগনের বাড়ি বাড়ি, ঘরে ঘরে
যাওয়ার পরে ধুম।

হাতের সাথে হাত মিলায়ে
বুকের সাথে বুক ;
কাধের সাথে কাধ মিলায়ে
বলে- জনগনের, সুখেই আমার সুখ।

নেতা দেয় প্রতিশ্রুতি
আমায় করলে জয়ী ;
ধ্বংস করবো মাদক যত
সমাজে, আছে জীবন ক্ষয়ী।

নিজেই নেতা মদদদাদা
মাদক সাম্রাজ্যের ;
তিনিই আবার ভাষণ দাতা
জয়ী হয়েই করবো বন্ধ, উৎপাদন মাদকের।

আমরা সবাই আম-জনতা
তাদের কথায় নাচি ;
ঋণখেলাপী, স্বার্থবাদী
দুঃশ্চরিত্র নেতার পিছে ছুটি।

নেতার দেয়া চা-পান আর
সিগারেট, বিড়ি খেয়ে ;
সাড়াদিন ঘুরি মোরা
সেই নেতার গুণগান গেয়ে।

একবারও ভাবিনা মোরা
ভোট মোদের, গণতান্ত্রিক অধিকার ;
আছে- ভোট প্রয়োগের জন্য একজন
সৎ যোগ্য চরিত্রবান নেতার দরকার।

আমার ভোটের দাম আছে
ভোটটা মূল্যবান ;
সৎ যোগ্য, আদর্শবান নেতা ছাড়া
করবোনা ভোট দান।

এই উপলব্ধি যতদিন না
আসবে জনতার ;
ততদিন থামবেই না
জয়জয়কার, দুঃশ্চরিত্র ভন্ডনেতার।।।।

শোকার্ত মানচিত্র আমার : গোলাম মোস্তফা লিটু



মানবরুপী কতিপয়
দাতাল শুয়োরের কাছে সহসাই
ধর্ষিত হচ্ছে আমার মানচিত্র

সেই সব দাতাল শুয়োরের
বিষাক্ত দাত ও নখের আচরে
প্রত্যহ ই- রক্তাক্ত
ক্ষতবিক্ষত হচ্ছে আমার মানচিত্রের
অধর, বুক পেট সর্বাঙ্গ

অভিজাত এলাকায়, পল্লীগায়ে
সেনাকুঞ্জে, আপনালয়ে
শহর কিংবা মফস্বলে ;
চলন্ত যানবাহনে, বনে জংগলে
পুকুর-ডোবার ধারে - সর্বব্যাপী
প্রত্যহ ই ধর্ষিত
রক্তাক্ত, ক্ষতবিক্ষত হচ্ছে
আমার মানচিত্র

কতিপয় শিক্ষিত অ-শিক্ষিত
বিকৃত মস্তিষ্কধারী দু'পায়ের
দাতাল শুয়োরের
বিকৃত লালসার হিংস্র তান্ডবে
প্রতিনিয়ত দংশিত হচ্ছে
আমার মানচিত্র

রক্তাক্ত, ক্ষতবিক্ষত
শোকার্ত মানচিত্র আমার
কখনো নিভৃতে
ফেলছে চোখের জল
কখনো আপনার জীবনটাকে
করছে উৎসর্গ
অনন্ত - অসীমের কাছে।।