নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মোনালিসা পাহাড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোনালিসা পাহাড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মোনালিসা পাহাড়ী



শ্রাবণ
******



দৃষ্টির দেওয়ালে বৃষ্টি যখন আবছা
বিবর্ণতার চোরাবালি রং ঢেলে দ‍্যায়
মন সীমানার আকাশ গাঙে গাঙচিল
ডানা ঝাপটায়...
হাতড়ে মরে খড়কুটোর জাগতিক বাসা
হলদে বিকেলগুলো জটপাকিয়ে যায়
ভাঙাচোরা কথকতার ভিড়ে
শেষ রাতে ঝাঁঝালো নিকোটিন
ভারি হয়ে যায় বুক,চোখের পাতা জুড়ে
উদ্দাম নৃত্য শুরু করে শ্রাবণের উৎসব।

মোনালিসা পাহাড়ী




শ্রাবণ প্লাবন
**********


শ্রাবণ প্লাবন বইছে দুচোখ বেয়ে
উপচে পড়া জলরাশি বয় খাতে
ঠোঁটের সীমানা পেরিয়ে মেশে গহ্বরে
নুন জমছে আঠালো লালারসে।

চোখ আর মন পিঠোপিঠি ভাই বোন
মন কাঁদলেই চোখের আকাশে বৃষ্টি
চোখের সামনে বিরহী দৃশ্যপট
মনের গহ্বরে বেদনা রসের সৃষ্টি।

মনের আকাশে টুকরো টুকরো স্মৃতি মেঘ
জমতে জমতে ঘনায় কালচে ধোঁয়াটে
তাই তো শ্রাবণ অঝোর প্লাবন বয়ে যায়
বালিশের দেশে, বাঁধ ভাঙা এই রাতে।