নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

উত্তম মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উত্তম মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অন্তর্বাহিনী নদী : উত্তম মণ্ডল




আমার বাপ মাকে দেখবো না বললে
তোমার হাত ধরে ছাড়লাম ঘর
তুমি যেটা জমে গেল বলে ভাবছো
সেটা আসলে সম্পর্ক নয়
                                পঞ্চরসের গান।
মাদুরের মত ছলাৎ করে শরীর পেতেছে রোদ্দুর
তুমি একটা সেলফি নিতে চাইলে
এত্তো খুশি, আত্মহারা, রোদ ঝলমলে
মুহুর্ত বন্দি করে রাখলে ক্যামেরায়
স্ক্রিনে নরম আঙুল ছুয়ে ছুয়ে মিলিয়ে নিচ্ছো   
                                          এক একটা ছবি
আর ভিড় করে আসছে রোদ-বাতাস-বৃষ্টির
                                               অবশ স্মৃতি।
প্রতিটা ছবিতে আমার চোখ বড় অদ্ভুত
এতো এতো বালি কাদা কেড়ে নিয়েছে নাব্যতা
সম্পর্ক অন্তর্বাহিনী নদী হয়ে শুকিয়ে যাচ্ছে সংকীর্ণতায়।   


পিতা :উত্তম মণ্ডল





হুবহু তোমার মতোই খুঁজছি
কত স্বপ্নের সৌধ হয়েছে চূর্ণ,
কত বিশ্বাস চুরমার।

বিশ্বাস বুকে বেঁধে তবু মুহুর্ত গুনছি
সাতচল্লিশের পর অবিরত,
খুঁজছি তোমায় সমুদ্রে,খুঁজছি জেলে,চরকায়।

খুঁজে পেলেই তোমায় বলবো,
এই তোমার মাতৃভূমি, তোমার দেশ,
শিকড় ছিঁড়ে তুমি চলে যেতে পার না-
তোমাকে ফিরতেই হবে সত্যে,
ফিরতেই হবে অহিংসায়।


মরুভূমিতে,
পাশাপাশি দাঁড়িয়ে আছে-
মরিচিকা ও জাতির পিতা।