( ১)
নুন ,
তুইতো ঝালেও আছিস
ঝোলেও আছিস
অম্বলেও আছিস ।
তুই তো সমুদ্রকে ভালোবাসিস !
নুন ,আমি যে বস্তির দগ্ধ চাঁদ ,
তোকে উষ্ণ আমন্ত্রণ জানাই ---
একমুঠো গরম ভাতের সঙ্গে
তুই একটিবার আমার ঘরে আসিস ।
(২)
নুন
নুন
নুন ....
তোর গুনে বিস্বাদ লাগেনি ,
কচিপাঁঠার খুন !
(৩)
নুন ,
তুই কি খবর রাখিস ?
একটা আস্ত নদী খেয়েও
কেন সমুদ্রের হয়না অবগুন !
(৪)
নুন ,
নুন ,
নুন ....
তোকে দেখেছি ঘামে ।
শূন্য থালায় হারিয়ে গেছিস ,
ধর্মতলার জ্যামে ....
(৫)
নুন ,
তুই কি জানিস ?
অন্ধকারেও বস্তির ছেলেটা
করে
গুন
গুন ....
(৬)
নুন ,
নুন ,
নুন .....
ভাতের থালা দোলপূর্ণিমার চাঁদ হলে
তুই আমার ফাগুন ...