তুমি নেই বলে-
ষড়ঋতুর বাংলাদেশ আজ
চার ঋতুতে বদলি হয়েছে।
তুমি নেই তাই-
নবান্ন উৎসব হারিয়ে গেছে।
তুমি নেই বলে-
কান্নামাছি, ডাঙ্গুলি খেলা
হারিয়ে গেছে।
তুমি নেই বলে-
গাজী মিয়ার বস্তানি
হারিয়ে গেছে।
চম্পুগান, ঘেটুগান
হারিয়ে গেছে।
আর আমার চোখ দুটি,
অজস্র বছর ধরে-
তোমায় একটা বার
দেখবে বলে অপেক্ষায় আছে।