স্মৃতি
******
ভাঙা শহরের বুকে
আগাছার মতো লেগে থাকে আবেগ।
সময়ের বৃষ্টিতে স্মৃতির সোঁদা গন্ধ
বুঝতে পারি
আজো বেশি দূর যাওয়া হয়ে উঠলো না।
বুনো ফলের খোঁজে পাখিরা আসে
ভাঙা কোটরে আস্তানা বিষাক্ত প্রাণীর,
ভাঙা দালান জুড়ে রাত নামলে
কাদের যেন আনাগোনা।
ভাঙা শহর বুকে বয়ে নিয়ে যেতে যেতে ক্লান্ত
বড্ড ক্লান্ত লাগে আজকাল।
এভাবে একদিন খসে পড়া প্যালেস্তারার মতো
আমিও খসে যাবো...তখনো কি ভাঙতে থাকবে শহর
আমার বুকে... ঝুড়ঝুড় শব্দ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন