শরৎ প্রভাতে
************
আজি প্রভাত আকাশে ;শরৎ কাশে।
আগমনীর সুর বাজে শিউলি সুবাসে।
শুভ্র মেঘেরা পাখনা মেলে
আকাশতলে মেশে।
কচিকাঁচা রা দলে দলে
ছুটে চলে আনন্দ আবেশে।
শিশির কনা ঘাসের ডগায়
মুক্তো বিন্দু গড়ে।
নরম সিক্ত কচি দুর্বায় প্রকৃতি হৃদয় ভরে।
আলতো আলোর স্নিগ্ধ ছোঁয়ায় ফুলেরা ফুটে বনে।
মন খারাপের পোকা গুলো
মৃত্যুর দিন গোনে।
কান পাতলেই শোনা যায়
মায়ের আগমনী বার্তা।
স্নিগ্ধ সমীরনে নদীর কোলে
পালতোলাদের যাত্রা।
মন মানে না জড় হয়ে বসে থাকতে ঘরের কোনে।
মনে হয় ছুটে যাই ওই সুদুরের পানে।
যেখানে আকাশ মাটির পরে
সবুজ শ্যামলে মেশে।
পদ্মপুকুরে শান্ত সলিলে হাসেরা ভাসে;একান্তে ভালবেসে।
কাশের বনে নদীর ধারে সূর্য ডোবার পরে;
আলো আধারি আবছা ছায়ায় ;মনের আধার সরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন