নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মো: রফিকুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মো: রফিকুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মো: রফিকুল ইসলাম




আমি শহীদ মিনারে দেখেছি
**********************



আমি শহীদ মিনারে দেখেছি
যেখানে চল্লিশ কিংবা তারও বেশি রক্তের ছাপ।
যারা মা , মাটি ও মাতৃভূমির গর্বিত সন্তান ,
মাতৃভাষার জন্য দিয়েছে যারা অকাতরে প্রাণ
তারা যে আমার স্বপ্নে আঁকা এই বাংলারই বুকে মুক্তির জয়গান ।

আমি দেখেছি মায়ের চোখের জল
বিধবা মায়ের হয়েছে স্বপ্ন ধূলিসাৎ
পিতৃহারা সন্তানের আর্তনাদের চিৎকার
কবে আসবে সেই প্রতিজ্ঞায়...।

জানি ওরা চল্লিশ জন কখনো ফিরে আসবে না,
ছাপান্ন হাজার বর্গমাইলের বুকে তারা যে মৃত্যুঞ্জয়ী বীর।
আমি কৃষ্ণচূড়ার অজস্র পাপড়ি ভালোবাসি ,
ভালোবাসি মুকুল গাছতলায় বসে প্রশান্তি নিতে-
যেখানে ফাল্গুনের পুষ্পিত ফুলের গন্ধে রমনার প্রাঙ্গণ,
আজ ইতিহাস সাক্ষী মায়ের ভাষার জন্য।

আমি ভালোবাসি তাদের কে
যারা বুকে শহীদের স্বপ্ন লালন করে
বাংলাকে দিয়েছে প্রাণ,
রঙিন বর্ণে ধরণীর বুকে।
আমি বিশ্বাস ঘাতকের কথা স্মরণ করিয়ে দিতে চাই,
যারা দিতে চাইনি আমার মায়ের সম্মান
যাদের বুলেটের আঘাতে বাংলার বুকে রাজপথে রক্তক্ষরণ হয়েছে আমার ভাইয়ের দেহ,
সেসব ঘাতকরা যে এখনো সজাগ ,
কিভাবে বাংলাকে বিলুপ্ত করবে এ ধরণীর বুক থেকে।
বাংলাকে ভালোবেসে করে যাবো আমরা তাদের প্রতিঘাত।

আমি শুনতে ভালোবাসি মুয়াজ্জিনের আযানের সুমধুর সুর,
যে  মধুর সুর শুনে ভাইয়ের ঘুম ভাঙ্গে মায়ের ভাষা রক্ষায়,
ঘুম ভাঙ্গে ভোরের দোয়েল ,কোকিল , শালিকের কন্ঠে,
যে কন্ঠ শুনে রাজপথে ঝড়েছিল তাজা প্রাণ!

কখনো ভুলবো না তাদেরকে , ভুলবো না মায়ের গর্বিত সন্তানদের,
যে বুকে তোমাদের নিয়ে আমার বাংলার জয়গান,
ভালোবাসি তোমাদের স্বপ্ন ,
যে স্বপ্ন লালন করে যাবে আমার এই স্বপ্রাণ ।