জীবনের কক্ষপথে ঘুরছি সবাই ,
আবর্তন না পরিক্রমন জানি না !
পথ যতই বিপদসংকুল হোক ,
কোন বাধাই আর মানি না।
জমাট বাঁধা বরফ জানে
মনের গহীন দুঃখরাশি ;
হাসিমুখে সামলে জীবন
আমরা সুখের ভেলায় ভাসি।
বিশ্বাস ভরেছে নীলাভ বিষে,
ভরসাগুলো মৃতপ্রায় !
প্রহসন শুধু মেলছে শাখা,
সবাই কেবল টাকা চায় ।
ঠোঁটকাটা আজ বাস্তবতা,
ঘুরছে সবাই চাকার মত !
হাসছে সবাই অভিনয়ে ;
ঢাকতে চাইছে গভীর ক্ষত ॥