কবিতার নিলাম
:::::::::::::::::::::::::
নিষিদ্ধ খেয়ালে আমার কবিতা আজ;
সম্মান বিক্রির নিলাম ডেকেছে।
সভ্যতার শবচ্ছেদে,লাশকাটা ঘরে।
চারিদিকে রক্তের দাগ,
কলমে;কফিনে;অন্তর্বাসের লজ্জায়--
প্রতিবাদী মুখগুলি সব পরজীবী।
চক্রান্তের আবার সংক্রান্তি!
পৌষ-ভাদ্র-কালরোগ।
রক্তমৈথুনে ব্যস্ত কালের শিখণ্ডীরা।
অলক্ষ্যে শকুনির পাশা চলছে,
উৎসবের সিংহাসনে কালশিটে দাগ।
সবাই অভিমূন্য,কালপূরুষের শিষ্য।
উগরে দিচ্ছে সব...
আমিও কবি,হাতে নিয়ে মোমবাতি;
হাজির স্মরণ সভার মৌনমিছিলে।
কবিতা বেচবো বলে।