ডালখোলা জ্যাম
**********
কাউকেই বলিনি কখনো।
তোমাকে বললাম।
ছাল চামড়া ছাড়িয়ে রাস্তার উপর ফেলে মারব তোদের।
উফ্! এত জ্যামে থাকা যায়।
এত লোক মারা যায় না খেয়ে।
উফ্ সামান্য তিন ঘন্টার জ্যাম।
উফ কোনোদিন মাত্র দুঘন্টার।
বাস, লরি, ট্রেকার, রেল সব একসাথে।
ঘুমাচ্ছেন বৌদিরা।
দেওরের পকেট আর ভোট মেরে দুই দশক ক্যান্সার জমিয়েছে চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কে।
একদিন নতুন সড়কমন্ত্রী সংসদে হাসতে বললেন হাতি আর লেজের কাহিনী।
সন্ধ্যা নেমে এলে চাকরির ইস্তফা দিয়ে মুক্তি কিনে বাড়ি ফেরত এলাম।
তারপর আর ডালখোলার জ্যাম দেখিনি।
বিশ্বাস করো এই কাহিনী কাউকেই বলিনি
শুধু চুপি চুপি লিখে পাঠালাম।
হয়তো তুমি জানিয়ে দেবে সকলকেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন