নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অভিজিৎ কর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিজিৎ কর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শরীর যখন ডাকবাক্স : অভিজিৎ কর্মকার


মন্দ আমি,মন্দ আমার সৃষ্টি
মুঠোফোনে প্রেম শেয়ার করেছি,জানিনা শরীরী মাখামাখি...
কালোবকের ডাক শুনে সাড়া দিই,কিবা রোদ্দুর কিবা বৃষ্টি।
ঢুলুঢুলু চোখে নীল সাগর দেখি,পক্ষীরাজে সাইবেরিয়া
রুগ্ন দেহেও লোলুপ চাহনি,আঁটকায়নি সেক্সোফোবিয়া
লেখাগুলো সব হামাগুড়ি দিচ্ছে...অভিশপ্ত অহল্যা আমি,কষ্টে রয়েছি মিছে।
মন কেমনের জানালা দিয়ে গলিয়েছি নিজেকে বারবার,
হিংস্র নখের আদর মেখে গায়ে খুঁজেছি নিজেকেই আবার।
অঙ্কের খাতা হার মেনেছে টেলিফোনের আর্তনাদে,
ভালোবাসার মই ওঠেনি উপরে,পেয়েছি নিজেকে খাদে।
জ্যোৎস্না রাতে প্রেম বিলোতে উঠেছি বাড়ির ছাদে তনুবিহঙ্গে মত্ত হয়েছি,মাতাল তোমার হাতে।
ক্লাস বাঙ্কের হাতেখড়ি ষোড়শী হলাম যখন,
ব্ল্যাক টিকিটে পুষিয়েছি সব,সিলেবাসে আমরা দুজন।
জুটি ভেঙেছি বহুবার,এক্সপিরিমেন্টের নেশায়...আজ আমি এক্সপিরিয়েন্সড্,দাঁড়িয়ে থাকি রাস্তায়।
প্লেটোনিক থেকে হয়েছি প্যাথেটিক,কাঙালী ভালোবাসার
জানিনা কবে আসবে চিঠি ডাকবাক্সে আবার।