হেঁটে যায় আলো স্পষ্টহাসিতে চাঁদের কন্ঠ-নীল
নদীগর্ভে জলসজ্জায় তারা সারারাত নিয়ন ঝিলমিল।
জোনাকির ডানায় ঝরে পড়ে অমলিন রাতকণা
ঘাসের ডগায় জল থইথই নৈসর্গিক আনমনা।
তারের বাজনায় আমার শ্রী-কবিতারা নিয়েছে ছুটি
শিউলি তলায় একমুঠো ফুল আশৈশব লুটোপুটি।
ঢাকের বোলে উদাসী বাউল গীতিকবিতায় একতারা
শারদে নারদে উদাস দুপুর কাশবনে সবহারা।
ধানের গর্ভে ফসল-কথা মাঠের কানে কানে
একতারা হাতে পোয়াতি নদী বাউলা অভিমানে।
সাদামেঘের মাথায় গোলাপী পালক শরত গোধূলিতে
চোখের অববাহিকায় স্বপ্ন অঙ্কুর নি:শব্দ সঙ্গীতে।
অ-বৃষ্টির রঙে অবুজে সবুজে আগামীকাব্য জাগে বেশ্যা-মাটিতে সাজে আমার দুর্গা বাংলার অনুরাগে।