নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সন্দীপ ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সন্দীপ ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সন্দীপ ভট্টাচার্য








প্রিতমা
      


     

এখন যে কথাটা বলতে চাইছি, তা হলো
আমি ভালো নেই।ছত্তিসগড়ের আদিবাসীদের মতো, সিমলিপালের ধনেশ পাখিদের মতো, শুক্লাদ্বাদশীর রাতে যমুনার  জলে তাজের প্রতিবিম্বের মতো আমিও ভালো নেই। তবুও তুমি চাইলে অথবা না চাইলেও আমার পাশে এসে বসো একবার। আর তাকাও আমার চোখের দিকে, একবার না ,লক্ষবার। ইচ্ছে না করলেও নাকে যেতে দাও তাড়া খাওয়া খরগোশের ঘামে ভেজা আঁশটে গন্ধ। এবার হাত রাখো আমার হাতে ,অদৃশ্য হয়ে যাক না হয় আজ আমার আমি। ওই আমি, আমাকে ক্লান্তি ছাড়া আর কিছুই দেয়না। তারপর মাঝের দূরত্ব টুকু শেষ হবার পরও যদি চাঁদ ঢেলে দেয় শুধুই উদাসীনতা, তবে সে নিষ্ঠুরতার দায়ভার আমাকে দিওনা প্রিতমা, মিছে হবে সে অভিমান এই কংক্রিট  দেওয়ালে। তাই লেবুপাতার সে গন্ধ জমিয়ে রেখো তোমার চিকন বুকে, আঁধার পেরোলেই আমি ঝাঁপ দেবো জ্যাকুজি উষ্ণতায়।

সন্দীপ ভট্টাচার্য







ছাতা 
*****


       

একবার জানালা খুলে দেখো তথাগত আকাশে মেঘ জমেছে।তুমি ঠিক করো সোশ্যাল মিডিয়া ভরাবে মেঘমল্লারে না কি উঠোনে মেলা কাপড় তুলবে।জামার ভেজা গন্ধ কি তোমার সহ্য হয় না কি?ওই গুমোট আঁশটে বমি তোলা গন্ধ।জানি হয়না তোমার ,আমারও হয়না। তবে আমি তো মেঘ আটকাতে পারিনা, বোতাম টিপে দূষিত ধূলো মিশিয়েছি আকাশ বাতাসে। এখন তারা দাপুটে ঝড়ের সাথে পীড়িত করছে। ঝরবেই জানি লাল রঙা অট্টহাসিতে।তবে তুমি চাইলে ছাতা খানা দিতে পারো ভালোবেসে,আমি তোমার শুকনো কাপড় তুলে এনে দেবো। আমি তো বলবো ছাতা খানা নিয়ে তুমি একবার নিজেই বেরিয়ে এসো, দেখো কেমন উলঙ্গ পন্ডিতেরা দেউলিয়া গল্প চাষ করছে, মেঘলা বাষ্পে কলম খুচে।তুমি ওদের দিকে ছাতা খানা বাড়িয়ে দাও বন্ধু, ওদের মগজে একটু উষ্ণতা দাও।ধূসর পর্দা জুড়ে ফাঙ্গাস জমেছে।যাইহোক তুমি ছাতা ধরে থেকো তথাগত।বৃষ্টি ফুরোলেই ,মেঘেরা ধ্বংস হবে।তারপর যে টুকু সময় পাবো আমরা স্বস্তিতে ঘুরে বেড়াবো,মেঘের চোখ রাঙানী উপেক্ষা করে।

সন্দীপ ভট্টাচার্য



তোর জন্য
 *********         

           (১)
তোর মায়াবী মনের ছায়াপথে
আমার নামাজি আকুতি
হাটখোলা বুকে আরও একবার
নিঃস্ব হবার প্রণতি
           (২)
গজল সুরের রোদ্দুরে তুই
হেঁটেছিস শুধু উদাসীন
নূপুরের গান মনের উঠোনে
লুকোনো ব্যথার অংশিন্
          (৩)
আস্কারা দিলে বসন্ত আর
আড়াল খুঁজলে বর্ষা
দখিনা বাতাসে বৃষ্টি ফোঁটাতে
স্বপ্ন সুখের তিয়াসা
          (৪)
আগুন হয়ে আয় না ধেয়ে
জ্বলবো আমি দাবানলে
নতুন করে উঠবো বেঁচে
তপ্ত ছোঁয়ায় মরার ছলে
         (৫)
পারলে চোখের জল হয়ে যা
ভাসবো আমি পাল তুলে
চাইলে না হয় ঝাঁপই দেবো
কপালে ভাসা উদাস চুলে

সন্দীপ ভট্টাচার্য



       আমি'র কাহিনী 



         
একটা অনুপস্থিতি 
ধাওয়া করে রাত দিন সময় অসময়
স্বপ্নের মতো দীর্ঘ আকাশের মতো বিস্তীর্ন
তাড়া করে ট্রাম বাস রেস্তোঁরা বিছানায়

একটা ঢেউ দুলিয়ে দেয় মন অজান্তে
রক্তাক্ত "আমি" খোঁজে একটা ঠিকানা
ক্লান্ত কেরানি ঘামের বাষ্পে গুমোট মেঘ
মনখারাপি রেলিঙে অপেক্ষা বৃষ্টিঘ্রাণ

আপাত রঙীন আচ্ছাদনে নাগরিক ধুকপুক
দূরত্ব দীর্ঘতর ক্রমশঃ চাওয়া পাওয়ার
হারাচ্ছে কেউ একটু একটু করে সামাজিকতায়
সময় কোথায় ঝড়া পাতার গল্প শোনার

আসলে জ্বলতে থাকা অহরহ
আর জ্বলে পুড়ে ছাই হওয়ার অপেক্ষা
মাঝে কিছু মিথ্যা মনের রঙে বানানো 
আর বাকিটা নির্বাসিত সেই আমি'র কাহিনী

সন্দীপ ভট্টাচার্য






আর কিছুকাল-
**************               



আর কিছু কাল বাঁচতাম যদি 
সেভাবে বাঁচার মতন
দিস্তা দিস্তা ভালোবাসা দিতাম 
রঙ লাগাতিস প্রাণ ভরে
নীল খয়েরী গোলাপী অথবা সাদা কালো
বাদল বাহানায় রামধনু অথবা
নোনা জলে গাঙচিল আলপনা
জ্যোৎস্না ভেজা হাওয়ায় বাঁশবন
আর পালক স্পর্শে চোখের কোনের রঙ
যা তোর ভালো লাগে
আর কিছুকাল  বাঁচতাম যদি 
তোকে ছুঁয়ে দেখতাম প্রান ভরে
ক্যানভাসে চুমু তুলির মতন
ফুটে ওঠা ভেনাস আর উষ্ণতা, উষ্ণতা
দূরত্ব কমায় যে উষ্ণতা
তারপর অলৌকিক দহন পাঁজরের ওপারে
উড়ে যাওয়া ফানুস, হায় সে ছোঁয়া
আর কিছুকাল বাঁচতাম যদি
সেভাবে বাঁচার মতন।

সন্দীপ ভট্টাচার্য্য

প্রথম প্রেম

************

            
নীল পাড় সাদা শাড়ী লেডিজ সাইকেল
সূর্যছোঁয়া লালচে গাল
অকৃত্রিম বাদামী চোখ
টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তর সেই চোখে
নাকছবির হলুদ পাথরে খোঁজা প্রতিবিম্ব
একান্ত পুরুষালি কিছু আনচান
মন থেকে শুরু করে শরীর জ্বালান সে অনূভুতি
হ্যারিকেনের আলোতে লেখা প্রথম চিঠি
ব্যাখ্যান প্রথম আকুলতার
ইতিবাচক ইশারায় সব পাওয়া হয়ে যায়
ছেলেটার প্রথম প্রেম
অপ্রাপ্তির বাকি টুকু নাহয় থাক।





তবুও--- 

*******  

     
ক্লান্ত প্রেমের রং তবুও অভিসার লোভ
যৌথ অস্তিত্বের পিছুটান ইথার তরঙ্গ বেয়ে
সাত রঙা  চাওয়া রা অস্তাচলে
তবুও মধ্যবিত্ত সুখের স্বপ্ন
ঠিক ততটা কাছে যেখান থেকে
নিঃশ্বাসে শুধু তোর গন্ধ
আর মাঝের দূরত্ব চামড়ার ঘনতায়
প্লেটনিক প্রেম সে আমার না
এই মন্বন্তরেও হৃদয় বিলাব অকৃপণ
তুই গুনিস হৃদকম্পন

সন্দীপ ভট্টাচার্য্য








 বাঁচার অভ্যেস
                             






নিয়ন আলোতে ধোয়া জনহীন রাজপথ ,
কালো সরীসৃপের বিষ জড়িয়ে।
সুতো কাটা ঘুড়ি,দূর আরো দূর,
তোর ঠোঁট ছোঁয়া হাওয়াদের সীমা ছাড়িয়ে।
রুদালি মেঘ কাঁদে নিরন্তর,
জমে ওঠে বাষ্প চশমার কাঁচে।
আপোষহীন খালি পা, জানেনা থেমে থাকা,
বাঁচার অভ্যেস বড়ো ছোঁয়াচে।