নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সানন্দা নন্দী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সানন্দা নন্দী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সানন্দা নন্দী






দু'মুঠো অন্ন চাই 





তুমি কি দিতে পারো দু' মুঠো অন্ন ?
ঐ যে ঠাঁয় বসে থাকে রাস্তার ফুটপাথে দিনরাত
দিতে কি পারো দু' মুঠো অন্ন ওদের মুখে তুলে ?
ওদের পরিচয় শুধু যে ফুটপাথবাসী
ওরা তোমার-আমার কাছে বেকার তা জানি
তবুও পেট তো আর বোঝে না সে কথা
শোনে না ওদের দারিদ্রতার কথা
খিদের জ্বালায় কাঁদে ওদের অবোধ শিশুটা
তারা যে নিষ্পাপ, বড়ো অসহায় !
তারা জানে না তাদের দারিদ্রতার কথা
তারা জানে না তাদের জনক-জনকীর ব্যর্থতার কথা
শুধু কেঁদে মরে খিদের জ্বালায় দিন-রাত
তুমি কি পারো না ওদের মুখে তুলে দিতে
শুধু দু' মুঠো অন্ন ?

পেট ভরে দু' বেলা দু'  মুঠো অন্ন
এ যেন স্বপ্নের মতন
স্বেত-শুভ্র অন্ন যেন রাজকীয় খাদ্য সম ।

পথের ধারে ঘুমটি দোকানের পাশে
পরে থাকে ডাস্টবিনের পাত্র
এঁটো খাবার আর নোংরা পচায় ভর্তি সে বাক্স
ওরা খুঁটে খায় সেই নোংরা ফেলা বাক্সের খাবার
তাতে ক্ষণিক মেটে খিদের জ্বালাটা
কিন্তু রোগে ভুগে মরে অপুষ্টির কারণে
দু' বেলা দু' মুঠো অন্ন তুলে দিতে যে ব্যর্থ ওদের জনক-জনকী ।

ওরা জানে না বার্গার - পিৎজার স্বাদ
ওরা জানে না কোনো পোশাকী খাবারের নাম
ওরা তুষ্ট দু' বেলা দু' মুঠো অন্নে ।

কাঁচের দেওয়ালে ঘেরা রেস্তোরার সামনে
দাঁড়িয়ে থাকে করুণ ভাবে
লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে উচ্ছিষ্ট খাবারের পানে ,
দোকানীরা দূর দূর করে তাড়িয়ে দেয়
পাছে ব্যঘাত ঘটে ব্যবসায়
ভীড় কমে যায় রেস্তোরার ।

ওরা যে ভীষণ দরিদ্র
পেট ভরে খেতে পায় না দু' বেলা দু' মুঠো
খিদের জ্বালায় ভিক্ষে করে রাস্তায় রাস্তায়
হাত পেতে গঞ্জনা শুনে নেয় ভিক্ষের পয়সা
খিদের জ্বালা মেটাতে ওরা বেছে নেয় এমন পন্থা ।

প্রতিদিন না জানি কতো বাড়তি খাবার
ফেলা হয় রাস্তার ডাস্টবিনের বাক্সে
তুমি কি সত্যিই পারো না দু' বেলা দু' মুঠো অন্ন
তুলে দিতে ঐ সব অসহায় মানুষের মুখে ?
হয়তো এতে লাভবান হবে না কিছু
কিন্তু দোয়া পাবে ঢের
" সকলের তরে সকলে আমরা
      প্রত্যেকে আমরা পরের তরে "
            স্বার্থকতা পাক কথাখানি ।