নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রহমান জিল্লুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রহমান জিল্লুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নিমন্ত্রণ : রহমান জিল্লুর


এসো, পুনর্বার বশী-ভূত করো প্রণয় মন্ত্রণায়
মুখে পুরে দাও পিয়ালা বিষের।

কী যে দুঃসহবাসে দিন গেছে আমাদের!
ঝরে যাওয়া সময় থেকে মৃত্যুর -
গন্ধ আসে আজও...

শোকের মাতমে ফেটে যায় মাটির হৃদয়।

এসো, পুনর্বার রোপন করো প্রলয় আসক্তি
ভঙ্গুর করোটিতে জেগে উঠুক
রক্তশ্বাস।

হে
দুর্ভোগ মরীচিকা
এই মন্হর জীবন থেকে আমাকে মুক্তি দাও।

কী যে দুর্বিষহ শীতকাল আমার ভেতরে -
বাহিরে স্তব্ধ কুঁয়াশা...

                                                  দেখে যাও
                            স্মরণ আর সহানুভূতিতে

শেষবারের মতো পুনর্বার,
মধু-আলিঙ্গনে জড়িয়ে রাখো রাত্রির গুহায়।

মায়া,,,, রহমান জিল্লুর


.

দ্বিধাগ্রস্ত -
হৃদয়ে যারা পাড়ি দিতে চায় প্রণয় সমুদ্র। আমি
চিরকালই অস্বীকার করি তাদের। কভু -
যারা অন্ধ বিশ্বাসে -

                                                          প্রেয়সীর
                           ঠোঁট শুষে পান করেনি অমৃত
        শবার। আমি চিরকালই তাদের ঘেন্না করি।

তথাপিও নিজের প্রতিও আছে কিছু অভিযোগ।

আমি কেবল, প্রত্যাখ্যাত প্রেমিকের মত এসেছি
ফিরে, ঘর পালানো জ্যোছনা রাতে
নিবৃত্ত অভিমানে।

স্তব্ধ নয়নে নিদ্রার গভীরে স্পষ্ট দেখেছি
নিজেকে খুলে   -

                                                 রোজ বিকেলে

                                     "একটি কিশোর ছেলে
        চুপি চুপি সাগরের কূলে দাঁড়াতো একাকী
তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় নিয়ে " -

                                                         জেনেছি
                             জীবন যাত্রা যদিও দীর্ঘ নয়
            তবুও বিদায়ের অধিক দুঃখ বুকে নিয়ে
পৃথিবীর দিকে'ই চেয়ে থাকে শব মানুষের হৃদয়।

উপাসনা ,, রহমান জিল্লুর



হৃদয় মনোনীত একমাত্র উপাসনা তুমি।
আমি দ্বীন প্রেমিক, গত জন্ম ধরে
অপেক্ষায় জেগে আছি
মৃত্যুদ্বীপে... 

অকম্পিত বাতাসে ভেসে গেছে আমার
জাহাজ, স্বপ্নের পাল ছিঁড়ে
অসীম সমুদ্রে...

                     কিনারাহীন ভাসছি আমি
এভাবে ভেসে ভেসে আর কতোদূর
আর কতোটা জন্মান্তর পেরিয়ে
তোমার সান্নিধ্য পাবো?

এই ভেবে, নিদ্রার গভীরে চিৎকার করে
একটি ডাহুক। কুঁয়াশার প্রাচীর -
ভেঙে পালাতে চায়...

ঠা ঠা রোদ্দুরে, ভরা ফসলের মাঠে
বাঁকা আলপথ হেঁটে হেঁটে
আঙুল ছুঁতে চায় -
                                      জলের চিবুক।

শুধু একবার,
প্রীতি উদ্বেলিত চোখ
       খুব কাছে থেকে তোমাকে দেখুক।