ফেরার পথে
কোনদিন মৃত্যুও তোমাকে পাবে ভেবে
অসহায় আমি পুড়েছি ইর্ষায়।
খলখল টলমল ভালো থাকা
সিঁড়ি চড়ার নেশায় চোবানো জীবন
কবে থেকে যে ফোঁটা ফোঁটা অর্থহীন হয়ে গেলে!
আজ দুই যুগেরও পরে এই শ্মশানে
চামড়ায় আঁকিবুঁকি নিয়ে তোমার বিভঙ্গিমা
দেখি কুচো ভুল খেয়েছে সময়
স্মৃতিরাও পাতাহীন
পাশে শুয়ে থাকা আমি ফুলসাজে
রাস্তা চিনে ফিরছি
বলতো! তোমার জন্য পথ বানাতে পারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন