নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অজাত শত্রু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অজাত শত্রু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সকাল: অজাত শত্রু




মিঠে আলো ,কে ছুঁলো? রোদ ভিজেছে জানালা।
ঘুম ভাঙা গান,হারানো পাখির কলতান,মুখ ছুঁয়ে যায় ওড়না ।।

বেহাসাবি দিনযাপনে ,দৌড়ঝাঁপময়।হাতছানি'র সময় ।
আজ চেনা মুখ কাল মুখোশ'এ ,বাঁচার অভিনয় ।।

হদ্দ বোকার মত আমিও গিলছি আবেগে
ভাঙছে ,ভাঙছি নিজেই নিজে,চোখ ক্লান্ত হলে ।।

তারপর দীর্ঘ মৃত্যুর উপভোগ।নিথর শরীর
চোখ খুলে দেখি ,একা নই, অনেক মাছির ভিড় ।।

প্রহর : অজাত শত্রু





হাঁ করে আছি,আস্ত একটা চাঁদ "ঝলসানো রুটি"।

নিয়ন খুড়ে রাখি করব, আমার মৃত্যু শোকে
গীতা পড়ছে মহম্মদ, কৃষ্ণ নিয়েছে কাফন।

জলের দাগে কেটে যাক বাড়ির স্তর, ট্রাম,ইস্কাবন।

     বারুদ আর বুদ্ধিজীবী ,নিয়মমাফিক রুটিন।।

পৃথিবীর বুকে পেরক পুতে রেখে দিও ,প্রিয়,
দু এক ফোটা বৃষ্টি দাগ,হাতঘড়ি গুনেছ ট্রাফিকে।

পেরছি আস্ত একটা চাঁদ,সাপ।মুহূর্তরা হয়ে যায় ফিকে।।

পরজন্মের জন্য পান্তাভাত বেড়ে রাখি...
 
              মাছি কিংবা পাখী..



অজাত শত্রু




দেশদ্রোহীর প্যারোডি
*****************
(এ মৃত্যুর উপত্যকায়)



জনগণ মন অধিনায়ক ভাগ্য বিধাতা ,
জ্বলছে দেশ ,রক্ত ভীষণ,"স্বাধীনতা"।
পাঞ্জাব সিন্ধু গুরুরাট মারাটা
মোমবাতি জ্বালিয়ে প্যারোডি লিখছে বিধাতা।।

         এ আমার ভারত হে ,আমার ভারত হে..

গাড় মেরে দিয়ে দেশের ,গাড় মেরে দিয়ে ডেমোক্রেসি,
কৃষক শ্রমিক আত্মহত্যা করে, কেউ চুষে খায় আরো বেশি ।
দ্রাবিড় উৎকল "বাংলা" হয়েছে বঙ্গ ,
মুখ খুলে দেখো "দেশদ্রোহী" বলে করবে উরু ভঙ্গ।।

     এ আমাদের মৃত্যুর উপত্যকা হে ..মৃত্যুর উপত্যকা হে....

মুখোশ গুলো আজ দারুণ,পতাকা হাতে উজ্জাপন স্বাধীনতা'র
কালো টাকার করোপসন ,খুনি ,ধর্ষক চালাচ্ছে দেশ,তারাই মহান নেতা।

    এ আমাদের ডেমোক্রেসি হে ,ডেমোক্রেসি হে

চাকরি দেবে প্রতিশ্রুতি,ফর্ম ভরে দেয় গাড় মেরে
ব্রেকিং নিউজ অভিনেতারা সংবাদ শিরোনামের ।
এমনি ভাবেই দেশ চলছে আবার ছাপ্পা ভোটে রক্ত চোষা ,
শহীদের রক্তের সাদা পাতায় ভাগ্য লিখছে নেতা ...।

এ আমাদের স্বাধীনতা হে ,এ আমাদের স্বাধীনতা হে

কটা সৈনিক মরলো বর্ডারে ,নেই কোনো খোঁজ
সেলেব্রিটি ধর্ষক আবার নেতাও আজকে করে আপসোস,
তবুও আমরা "দেশদ্রোহী"মুখ খুলেছি যেই,বাক স্বাধীনতা।
ভাতের অভাব ফুটপাতে,প্যারোডি লিখছে বিধাতা....

জয় হে ,ভয় হে ভয় হে ,এ স্বাধীনতা হে ,এ ভারত বিধাতা হে ,

ভয় ভয় ভয় ভয় হে.....



(বিঃদ্রঃ ক্ষমা করে দেবেন প্রিয় কবি রবীন্দ্রনাথ, জাতীয় সংগীত লিখতে গিয়ে অন্য কিছু লিখে ফেলেছি।

জনগণের কাছেও আমি ক্ষমা প্রার্থী ।ক্ষমা করবেন মন্ত্রী মশাই,নেতা ...
ক্ষমা করবেন বিধাতা ...)

অজাত শত্রু

                     
   


                             মেঘ 

                            (১)



ভীষণ অসুখের মত মন খারাপি চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই ছেলেটাও সিগারেতে আগুন জ্বালায় আলতো ভাবে ।


হঠাৎ ঘুম ভেঙে যায় মিস কলে ।এক বছর ব্লগ লিস্টের ফোন নাম্বারটি ভেসে উঠে স্ক্রিনে ,চোখ মুখের ঝাপটায় ঘুম তবুও ভাঙ্গে না ।।


সেই মেয়েটি আজ আর জানালার বাইরে তাকায় না ।ভীষণ অভিমানে ,"মেঘের রিডে হারমোনিয়াম" বজায় অন্য সুরে। সবার মাঝে খোঁজে প্রথম ঠোঁট ছোঁয়ার মুখ ।।


ক্লান্তি গুলো এখন আর ভেজে না ,বিকেলের বৃষ্টিতে ভিজে ফেরেনি সেই ছেলেটিও আজ ।। বৃষ্টি ধরেছে উল্টো ছাতায় ।।

                              (২) 



 ঘুমহীন  আজ শহরে ভীষণ মন কেমনের অভিমানে,
ঝাপসা আলায় চোখ পুড়েছে ,ছায়ার ভিতর অন্য গানে ।।

গল্প গুলো আজগুবি হয় ভীষণ রকম কম দামি ,
"ছলচাতুরীর হওয়ার ভিতর ক্লান্তি নিয়ে  হাঁটছি তুমি আমি ।।"

রোদের সাথে ভাবমিতালি ,জানলা জুড়ে কাটাকুটি খেলছে সে ।
"ব্যর্থ প্রেমের দিব্যি" নিয়ে আঁকছে ছবি কার্নিশে ।।

ঠিক তখনই বৃষ্টি হবে ,জামার উপর বোতাম আটা ,
মনকেমনের গল্প গুলো ভীষণ দামি ,সিগারেটে পুড়ছে ভালোবাসা ।।




                       
                        (৩)


রোজ রাত পাহারা ,মনকেমনের চৌকিদারী ।
ফিরবে বলে আর ফেরে না।মন বাড়ি ।।

গল্প গুলো হয় পুরোনো,চোখে ভিতর চোখ দেখে।
ইচ্ছে ঘুড়ির সুতো কাটা।দাগ কেটেছে ছক রেখে ।।

বাসতে ভালো চায় না আর সে ,ভীষণ রকম এগুয়ে।
সিদ কেটেছে অতীত কোনো।মন-শহর'এ থাক  শুয়ে ।।


হঠাৎ তখন মেঘ করেছে ,হাঁটছি তবু উচিয়ে ছাতা ।
হাঁটুর উপর জল ভিজেনি,নিরবতায় ড্রইং খাতা ।।