নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শিল্পী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিল্পী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শিল্পী দত্ত

  



 নষ্ট মেয়ে 
   ********


অনেকদিন পর তোমাকে দেখলাম।  
তোমাকে ভোলার চেষ্টা করেছি বহুবার, 
কিন্তু আজও পারিনি। 
আজ যখন লাইট পোষ্টের নিচে থেকে, 
দরদাম করে আমাকে নিয়ে গেলে, 
জানি, চিনতে পারোনি আমায়। 
সত্যি বলতে, চিনতে পারার কথাও নয়।  
আজ আমার পরনে ঝকঝকে পোশাক, 
ঠোঁটে রং, মাথায় ফুল 
জানো আজ আমি "শবনম" নই,
কিছু বড়লোকের প্রতিরাতের সজ্জাসঙ্গীনি— "সুমি"। 
আজ আমার রং, সাজ, রূপের সঙ্গে! 
বদলেছে আমার পরিচয় ও ধর্ম।
আজ তো একবারও জানতে চাইলে না 
আমার ধর্ম, আমার জাত ?
সত্যি কি মেয়েদের জাত, ধর্ম বা মনের 
কোনো দরকার আছে ?
নাকি শরীরটাই সব ?
নাকি প্রতিদিন শুধু লালসায় ভরা 
কিছু মানুষের তৃপ্তির সামগ্রী ?
তুমিও কি কোনদিন ছিলে তাদের দলে?
জানিনা, শুধু জানি আজও তোমায় ভালবাসি।  আমাকে কি নতুন করে ভালবাসবে?
চিন্তা নেই আজ তোমাকে কেউ আমার 
নাম, জাত, ধর্ম কিছুই জিজ্ঞাসা করবেনা। 
চিনতে কষ্ট হবে না আমায়, কেন জানো ?
আজ আমার পরিচয় শুধু একটাই—"নষ্ট মেয়ে"।  

শিল্পী দত্ত





বারবনিতা
 ********



আমি প্রতিরাতে মনের পসরা সাজিয়ে,
তোমার অপেক্ষায় জ্বেলেছি জোনাকির ঝাড়বাতি।
বারবার তোমার ঠোঁট ছুঁয়ে আমার ঠোঁট,
মনে করিয়ে দিতে চেয়েছে প্রতিরাতে করা তোমার শপথের কথা‌।
তুমি আমার সন্তানের পিতা হয়েছ,
তবু আজও মোছেনি আমার কপালের 'বারবনিতার' আখ্যা। 
তোমার হাত বহুবার আমার শরীর ছুঁয়েছে,
কিন্তু আমার মনের অভিমান আজও রয়ে গিয়েছে                     তার নাগালের বাইরে।                                                                  কি প্রচন্ড অধিকারে প্রতিরাতে ছিঁঁড়ে টুকরো টুকরো করেছো আমার নারী সত্তাকে।                                               নিজের চোখের সামনে দেখেছি আমার কত স্বপ্নের মৃত্যু।             তবু আজও আমি  প্রতিরাতে তোমার অপেক্ষায়                     আমার মনের পসরা সাজাই‌,                                                       শুধু আজ ঝোনাকির ঝাড়বাতির বদলে  জ্বলতে থাকে           আমার স্বপ্নের চিতা।

শিল্পী দত্ত




কবে ছুঁয়ে যাবে
 *************

               
কোনোদিন শুধু শরীর ছোঁয়ার জন্য নয়,
আমার মন ছোঁয়ার জন্য বোলো ‘ভালোবাসো’।
প্রতিদিনের একরাশ অবিশ্বাস দিয়ে গড়া ঘরে, 
না হয় লাগুক বিশ্বাসের ছোঁয়া।
যে অপেক্ষায় জাগে তারা রাতের বুকে,
সেই অপেক্ষায় প্রতিরাতে আমিও জাগি।
আকাশ নেমে এসে ছুঁয়ে যায় মাটির বুক,
মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় পৃথিবীর তৃষ্ণা,
আর আমার যন্ত্রণা অশ্রু হয়ে ছুঁয়ে যায় চোখের  পলক।
অপেক্ষা শুধু মনের, কবে তোমার মন ছুঁয়ে যাবে তাকে।