তোমার চুমুর ছোবলে আজ আমার প্রেম গর্ভবতী
তীব্র কালকূট কামরস ঢেলেছো আমার অন্তরে,
প্রতিটা লোমকূপ খাড়া হয়ে উঠেছে প্রসব বেদনায়
শুধু আদরের সংখ্যা গুনছি আমার নীলাভ শরীর জুড়ে।
পাঁজরের রীডে বেজে চলেছে হারিয়ে যাওয়ার রাগিনী
ধমনীর গতিপথে শীতল খরস্রোতা প্রবাহমান,
স্বপ্নের ভাঁড়ারে শেষ সম্বল শুধু কল্পনার নাভিশ্বাস
কিন্তু অসাড় মেরুদন্ডে আশার ক্যাকটাস বিদ্যমান।
আরো আরো বিষ ঢালো আমার প্রতিটা শিরায়
আমার ফ্যাকাসে জীবন রঙিন হোক বিষের জ্বালায়,
তোমার কথার তলোয়ারে দ্বিখণ্ডিত হোক তাজা কলিজা
তবু তোমার শুকনো আদর ভিজিয়ে নেবো আমার ঠোঁটের লালায়।
আসলে বাসি মৃত্যুর গন্ধটা কেমন যেন মোহময় লাগে
দেখি আধপোড়া কাঠটাও অস্বীকার করে মৃত্যুর তাবেদারী,
বেওয়ারিশ লাশের বুকে থাবা মারে ক্ষুধার্ত শৃগাল
বলে, দেখো মৃত্যু আমি তোমার চেয়েও বেশি অহংকারী।।
তীব্র কালকূট কামরস ঢেলেছো আমার অন্তরে,
প্রতিটা লোমকূপ খাড়া হয়ে উঠেছে প্রসব বেদনায়
শুধু আদরের সংখ্যা গুনছি আমার নীলাভ শরীর জুড়ে।
পাঁজরের রীডে বেজে চলেছে হারিয়ে যাওয়ার রাগিনী
ধমনীর গতিপথে শীতল খরস্রোতা প্রবাহমান,
স্বপ্নের ভাঁড়ারে শেষ সম্বল শুধু কল্পনার নাভিশ্বাস
কিন্তু অসাড় মেরুদন্ডে আশার ক্যাকটাস বিদ্যমান।
আরো আরো বিষ ঢালো আমার প্রতিটা শিরায়
আমার ফ্যাকাসে জীবন রঙিন হোক বিষের জ্বালায়,
তোমার কথার তলোয়ারে দ্বিখণ্ডিত হোক তাজা কলিজা
তবু তোমার শুকনো আদর ভিজিয়ে নেবো আমার ঠোঁটের লালায়।
আসলে বাসি মৃত্যুর গন্ধটা কেমন যেন মোহময় লাগে
দেখি আধপোড়া কাঠটাও অস্বীকার করে মৃত্যুর তাবেদারী,
বেওয়ারিশ লাশের বুকে থাবা মারে ক্ষুধার্ত শৃগাল
বলে, দেখো মৃত্যু আমি তোমার চেয়েও বেশি অহংকারী।।