নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মোনালিসা নায়েক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোনালিসা নায়েক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃষ্টিফোঁটায় শব্দশোক: মোনালিসা নায়েক





মেঘের কান্না বৃষ্টিফোঁটা
 বুক পেতে দেয় আমার শহর
জ্যোৎস্না তখন অভিমানী
 শব্দশোকের গভীর জ্বরে

পসরা সাজায় দুঃখ বাসর।

মোনালিসা নায়েক







মনের মেঘে একফালি রোদ
************************





তুই আসবি আশা নিয়ে–
বিকেলবেলার অস্তাচল লাল,
এলোমেলো শব্দগুলো পলকের ভুল থেকে জেগে ওঠে আস্কারায়!
সময়ের ছিদ্র বেয়ে নিঃশব্দের কষ্টগুলো--
হৃদয়ে বৃষ্টি জলের নকশা আঁকার প্রতীক্ষায়।
ফিকে হওয়া ইচ্ছেরা -
ডানা মেলুক হৃদয় আকাশে,
ঠিক যেমন গাংচিল ভেসে বেড়ায়–
সাদা মেঘের দেশে।
স্মৃতির জানালায় বিষাদী অভিমানী গল্প--
বিলীন হোক হৃদয় ভাঙা কাঁচবৃষ্টি হয়ে।
প্রতিবন্ধকতার বেড়াজালমুক্ত নিঃসঙ্গতার ক্ষত,
চোখের তারায় বিস্মিত কৌতুক,
নিয়ে আছি আত্মসমর্পণের সেই ক্ষণ।
ভালোবাসার একফালি রোদ বেঁচে থাক চিরজীবন।

মোনালিসা নায়েক





এ কোন স্বরাজ 
*************


ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন করলেই কি তাঁর উদ্দেশ্য স্বার্থক হবে?
জীবন বোধের আলো তো এখন ও অন্ধকারে,
বিবাদের আবাদে দেশ মেতেছে সন্ত্রাসে!
আত্মমগ্ন ভোগবিলাসী সমাজে অরাজকতার ঢেউ,
মেধাবী কৌশলে সভ্যতায় নগ্নতার প্রকাশ,
এইসব দেখে অবাক লাগে –
শহীদস্মরণ নিছক ই উদযাপন,
তাঁদের স্বপ্নে দেশবাসীর মিথ্যে পণ,
দীপ্ত প্রদীপ শিখা লালসার আগুনের আঁচ–
মহত্ব হারিয়ে টিকে আছে খাণ্ডবদাহন,
সর্বহারা মানুষের স্বাধীনতা বৈষম্যের পাতায়,
সমাজ কি দিতে পেরেছে তাদের ভালোথাকার অধিকার?
এইভাবে কি শ্রেষ্ঠ জাতির অস্তিত্ব রক্ষা হয়?