নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মনি আহমেদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মনি আহমেদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মনি আহমেদ

বৈশাখ এসো
**********



বৈশাখ আমার  জীবনে  জুড়ে আছে ,
তাই  বৈশাখ  আসলে মনে  পরে যায় ,
সব কথা  সব  ভালোবাসা ।
শাহবাগের  কর্নারে  আমারা
মঙ্গলযাত্রা  দেখবো  বলে  দাড়িয়ে আছি ,
চুতুর্দিকে  গান  বাজছে ----------------
 রবীঠাকুরের "এসো  হে  বৈশাঁখ  এসো  এসো "
নূতন  লাল  পারের  সাদা  শাড়ি  পড়েছি ,
প্রথম  শাড়ি  পড়ার  আনন্দ  আলাদা ।

হটাৎ  আমার  এক বন্ধু  বললো ,
দেখ  এই  ছেলেটা  কোলকাতার ,
তোদের  পাড়ায়  থাকে  ।
বেখেয়ালে  মুখের  ঘাম  মুছলা্‌ম,
মঙ্গল  শোভাযাত্রা  আসছে  ।
সমস্ত  অমঙ্গলের  প্রতিবাদ  চিহ্ন নিয়ে ।
চতুর্দিকে  ঢোল  বাজছে  -----------
সাদা  লাল  পাড়ের শাড়ি  সাদা  লাল পাঞ্জাবী ,
কি দারুণ  লাগছে  সবাই কে ।

বাসায়  আসার  সময়  দেখলাম  ,
সেই  ছেলেটা  আমায়  দেখছে ।
পহেলা  বৈশাঁখ  বাংলা  যেন হাসছিল ।
মন  বড়  অনমনা  ছিল -------
মুঠো  মুঠো  মেঘের  মতো  ছিল  ভাললাগা ।
হটাৎ  একদিন  আমার  এক ছোট  ভাই
এসে  বললো  তোমাকে  পাড়ার ভাইয়া ,
এই  বই টা  দিতে  বলেছে।

হৃদপিণ্ডের  শব্দ  ফুসফুসের  চাপ
সেই  বইটা  ছিল  রবীঠাকুরের
সঞ্চয়িতা  কিছু  বেলি  ফুল -----
ভিতরে  লিখা  তোমায়  কত  টা
রবীঠাকুরের  সঞ্চয়িতার  মত
প্রমান  আমার  কাছে  নেই  ।
তবু  যেন  অনেক  অনেক  ভালোবাসি ।
অল্প  বয়স  প্রেমের  মেঘলা  দিন আসে ,
সারা  বাংলা  হেসেছিল সেইদিন ।

প্রথম  ভালো  লাগা মুগ্ধতার  বীজ
বাতাসে  গাঢ়  হতে  থাকে  বনজ  গন্ধ ,
রাতের  আকাশে  নেমে  আসছে
স্বপ্নের  জলাশয়  হয়ে ।

মনি আহমেদ



বসন্তের  সন্ধ্যা
************



গৌধুলির  সন্ধ্যায় যখন  দেখতে পেলাম,
আকাশটা  রক্ত লাল  হয়ে আছে  মনটা উদাস হল ,
আজ  সন্ধ্যায়  গাঢ়  নীল  আকাশ যখন  কাল হতে ,
থাকবে চাঁদের  স্নিগ্ধ  আলোর  কাছে  একটু ,
হিমেল  হাওয়া  ধার  চাইবো ------------।

তোমার  সঙ্গে  পথ  পেরুবো  বলেই  বুঝি ,
শক্ত  হাতে  তোমার  হাতে  হাত  ধরেছি ।
এক  জীবনে  হয়নি  চেনা ভালোবাসার ,
গভীর জলে  ডুবতে  থাকে  জীবনের ,
সব  আনন্দ  দুঃখ  ব্যাথা  -----------।

তোমার বুকে  আঁকড়ে  ধরে  কবির প্রেমে ,
হৃদয়  ভূমি  কে  নোঙ্গর  করা  ------------।
চোখের  ভাষা  হয়নি  বাধা  হয়তো  তুমি,
বুঝেই  গেছো   কবির  আছে  চরণভূমি।

তোমার  হাতে  হাত  টি  ধরে চলবো  পথে ,
ডাকছে  কারা  হাতছানিতে  ------ধার  ধারি না।
বুকের  থেকে  স্বপ্ন  কেনা  যে  এই  ঠিকানার ।



মনি আহমেদ




এই আমার দেশ ,
***************




এই  আমার  দেশ  রক্তের ঘ্রাণে ,
তৈরী  বাংলা তোমাকে  পাবো  বলে ,
ভালোবাসার  অফুরন্ত  প্রমান  দিয়েছি ,
তোমার   সম্ভ্রম  লুটিয়ে  পড়ার  আগেই ,
বিন্দু  বিন্দু  রক্তে  নিজের  অধিকার প্রতিষ্ঠা করেছি ।

এই  যে  শহীদ  মিনার  মাথা  উঁচু  করে  দাঁড়িয়ে আছে ,
কেমন  একটা  শিহরণ   জাগে  বুকে ------
রফিক ,সালাম ,বড়কত ,এদের  বুকে নিয়ে মাথা
উচ্চু  করে  দাঁড়িয়ে  থাকা  এই  মিনার ,
বাঙ্গালীর  জাতীর  মহান  প্রতিক -----
লাল  সূর্য  মহান  বাঙ্গালীর   আত্মত্যগের প্রেরনা দেয় ।

একবার  মনে  স্কুল  জীবনে  ভাইয়ার  সাথে  শহীদ  মিনারে
প্রথম  যাই  ,আগের  আমরা  সব  ছেলে  মেয়েরা  লিফলেট ,
লিখি রাতে    কাল  ব্যজ  তৈঁরী  করি  সবাই  ,
সকাল  হতে  ভাইয়া  বা  ছাত্র  ইউনিয়ানের  কিছু, ছেলেমেয়ে,
আমাদের  লাইন  করে  আজিমপুর  হয়ে  শহীদ  মিনার ,
খালি  পায়ে  উঠি   ভাইয়া  তখন  শ্লোগান  দিচ্ছিল ।
অসুস্থ  ছিল  এই   শহীদ  মিনারের  পিছনে লুকিয়ে ,
আছে  কত  ত্যাগ  বিরহ  বেদনা ------------

পাশাপাশি  বাংলার  গৌরব গাথা  ,
নিপীরিত  নির্যাতিত  বাঙালি  জাতী  অধিকার বঞ্চিত হয়ে ,
জেগে  উঠেছিল  প্রতিবাদি   সত্ত্বায় -----------।
নিজ  গৃহে  পরবাসি  হয়ে  প্রতিবাদ  প্রতিরোধ করে ,
মৃত্যুর  পথে  এগিয়ে  যাওয়া ----------
ভালবাসায়  জয়  চিরন্তন  ,তাই  চিৎকার  করে ,
বলতে  চাই   মা  তোমায়  ভালোবাসি  জন্ম  জন্মান্তরে।

মনি আহমেদ



                    নতুন দিন 
                     *********



"দোহাই  তোদের , একটু  চুপ  কর ।
 ভালোবাসিবারে  দে  আমারে  অবসর ।"--রবীঠাকুর
সত্য  অদ্ভুত  এই  ভালোবাসা  ,মানুষ  কি না  করতে,
পারে এর  জন্য  ?জীবনের  যা কিছু  সকাল  সন্ধ্যা
ঘড়ির  কাঁটায়  চলতে  চলতে  সব  কিছু  ভুলে ।
ভালবাসাকে  ভুলতে  পারে  না --------

সেদিন  সন্ধ্যাবেলা  ছাঁদে  এসে  দাঁড়ালাম
তুমি  এসে  দাঁড়ালে  কাছে  এটি  বড়  দরকার ছিলো,
যে  আমার  কপালে  চুমু  খেলে  ,আমার  শূনতা  যে
পূরন  করলে  চলো  আমরা  চলে  যাই  এখান থেকে ।

নূতন  পৃথিবী  গড়বো  আমরা  সমস্ত সৌন্দর্য  নিয়ে ,
হাজার  গোলাপ  ফুটে ,পাখির  কলকাকলিতে  ঘুম ভাঙ্গে ।
থাকবে  সমুদ্রের  উত্তাল  তরঙ্গ মাথার  উপর  একফালি চাঁদ ।
আমরা  ফেলে  যাবো  নূতন  দিনের জন্য  সব  কিছু ----

পুরানো  জঞ্জাল  শেষ  হবে  নূতন  দিন ,
ছেড়ে  যেতে  চাই  সব  ধ্বংসের  রাজনীতি
তৈরি  করবো  নুতুন  দিনের  নুতুন  পৃথিবী ,
যা  ভালোবাসা  শ্রম  দিয়ে  ঘিড়ে  রাখবে  ,
আমাদের   এই  সাজানো  পৃথিবী টা ।