নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কার্তিক ঢক্ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কার্তিক ঢক্ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নির্বিষ খোলশ :কার্তিক ঢক্




রং চিনি না বলে, হলুদ বসন্তকে
মৌরীফুল ভাবতে পারিনি! 
কোজাগরী আকাশের নর্তকী-ডানায় কালপুরুষ  দেখি...

তোমার প্রোফাইল-পিক এ ট্রিম করা    ভ্রূ-কুঞ্চন দেখি--
লিপস্টিক হাসির হোম থিয়েটার বাজে।

জোয়ারের ডেড-বডি পড়ে থাকে
ভাটার পলিতে।
রাজপথ থেকে ভেঙে যায়
কতো যে অন্ধকার গলি।

রং না চেনাই,   পড়ে থাকে 
নির্বিষ সাপের রংহীন খোলশ। 

কার্তিক ঢক্







সরলীকরণ 
**********



চোখেতে চোখ রেখে বলো
কতোটা সরলীকরণে হেঁটেছে ঝর্ণা-জল..
নুড়ি পাথরকেই সঙ্গ দিয়েছো বেশী। 
যতোটা নাব্যতা চেয়ে ছিলাম-
তার থেকে অনেক দিয়েছো নোনা-ঢেউ--
দাঁতালো মাছ আর জেলিফিশ... 

হাতে হাত রেখে বলো
হৃদয়-গ্রাহ্য হাওয়া দিয়েছো কতোটুকু--
আইভি-লতায় গন্ধ ফোটেনি এখনো
মৌমাছিদের হুলের তীব্র  চিৎকার... 
বাগান শুকায় ঝর্ণা-জল ক্ষিদে নিয়ে বুকে..

বৃষ্টি চাইতেই,  কান্না ঝরায় মেঘ ! 
ভেবে দেখো , ভিজছি দু-জনেই...

কার্তিক ঢক্






মালিনী 
******

  

কে তুমি বাজাও শাঁখ
সন্ধ্যারতি শেষে। 
সুগন্ধি জ্বেলে দাও
উন্মুক্ত দ্বারে --

এতোটা নমনীয়তা 
কি করে রেখেছো ধরে
বুকের ভিতর ! 

ইঁট-কাঠ পাথরের স্তুপ --
পায়ের যন্ত্রণা ভুলে
কি ভাবে রেখেছো তুলে দুই হাতে
সবুজ ঘাসের ঘর --
অপরূপ সৌন্দর্য্য তার...