নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিশ্বজিৎ ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্বজিৎ ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিশ্বজিৎ ভৌমিক





আজকে আড়ি"
*************


তোমার সাথে আজকে আড়ি
মন খারাপের রাতে,
আমাদের ছেড়ে দিচ্ছে পাড়ি
কৈলাশের‌ই পথে।

নিভে যায় শুকতারা
তবুও তুমি দিশেহারা,
স্রোতের টানে ভেসে যাও
সবুজ পাল গুটিয়ে নাও।

ঝিমাও তুমি অর্থহীন
তাকিয়ে থাকি ক্লান্তিহীন,
ঘাটে বসে কাঁদি আমি
কভু ফিরে দেখ না তুমি।

নব প্রভাতের রাঙা আলোয়
ভানুর বেশে জ্বলো তুমি,
সারাদিন‌ই প্রখর তাপে
দ্বগ্ধ হয়ে কাঁদি আমি।

তোমার সাথে আজকে আড়ি
ভিনদেশে দিচ্ছো পাড়ি
থাকো তুমি তোমার মত‌ই
বাড়ুক মায়া বাড়ে যতোই,
আমি খুবই অভিমানী-
আগামীতে তোমার ডাকের প্রহর গুনি।

বিশ্বজিৎ ভৌমিক



সখী ভাবনা কাহারে বলে 
**********************



সখী!  ভাবনা কাহারে বলে?

পূর্ব দিগন্তে যখন সূর্য্য ওঠে হেসে,
গাছে গাছে পাখিরা মাতে কূজনে,
প্রকৃতি সজ্জিত হয় অপূর্ব সাজে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

হৃদয় যখন হয়ে ওঠে অশান্ত,
তোমার স্মৃতি মনকে করে শান্ত,
রাত্রি যখন আসে চুপিসারে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

রঙের পসরা নিয়ে রংধনু ওঠে,
হৃদয় মাতে যখন আপন খেয়ালে,
ভরে যায় সব বর্ণিল ছবিতে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

মন উদাস হয় বাঁশির করুণ সুরে,
বারবার মনে হয় নও তুমি দূরে,
যখন এলে তুমি এই মনের গভীরে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

সখী! একেই কী ভাবনা বলে??

বিশ্বজিৎ ভৌমিক




"বৃষ্টি মানে স্মৃতির জানালায় তুমি"
*****************************



আমরা উন্মুক্ত হয়ে আছি
বৃষ্টির অপেক্ষায়,
বহুদিন পর আজ বৃষ্টি আসুক।
সমস্ত আকাশ জুড়ে বৃষ্টি আসুক,
অজস্র ধারায় অঝরে বৃষ্টি আসুক।
আজ আমাদের ধূলি ধূসরিত।
বৃষ্টি নামুক---
মলিন হৃদয়ের মাঠ, প্রান্তর জুড়ে।
সবুজ ফসলে ভরে যাক্ ধরা,
শীতল বাতাসে শান্তি ফিরে পাক সবাই।

তবে তার আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে,
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গ্লানি।
মানুষের জন্য মানুষের মমতা
ঝর্নাধারা হয়ে বয়ে যায়।

আমার কাছে বৃষ্টি মানে
স্মৃতির জানালায় তুমি,
বৃষ্টি মানে জলজ বাতাসের শীতল ছোঁয়া হিম হিম সুখ,
বৃষ্টি মানে স্মৃতির আঙিনায় হঠাৎ দেখা তোমার মুখ।।

বিশ্বজিৎ ভৌমিক

বৈশাখ এলো 
**********


আবার এলো বৈশাখ ফিরে,
লাগছে ভীষন ভালো।

মনেতে আজ খুশির জোয়ার,
নাচতে থাকে হৃদয়ও।

আকাশ জুড়ে মেঘের খেলা,
চোখ ফিরালেই আর দেখা নাই।

গাছে গাছে আমের মুকুল,
সুবাস তার হাওয়ায় হাওয়ায়।

বৈশাখ এলো নদীর তীরে,
বটবৃক্ষের ছায়াতে।

বৈশাখ এসো নতুন দিনের,
স্বপ্ন-রঙিন আশাতে।

বৈশাখ থাকুক সবার প্রাণে,
স্নেহ আর পরম ভালোবাসাতে।‌।

বিশ্বজিৎ ভৌমিক




" বসন্তের রাঙা প্রেম "
*******************




বসন্তের আলতো বাতাস হয়ে তোমায় আজো ছুঁয়ে যেতে চাই ,
কল্পনায় রামধনুর সাত রঙ খুঁজে নিয়ে বারবার তোমাকে রাঙিয়ে যাই ।
ফুলের গায়ে লেগে থাকা রঙ, সেই রঙ দিয়েও তোমাকে রাঙাতে চাই।
ফাল্গুনের জ্যোৎস্না রাতে তোমাকেই খুঁজে বেড়াই,
আশা নিরাশায় মাঝেও আমি বারবার তোমাতেই হারাই ।
হৃদয়ের ভগ্ন নীড়ে কষ্টরা এসে প্রতিনিয়ত কড়া নাড়ে,
ক্ষত বিক্ষত জীবনের হৃদয় বীণা বেজে ওঠে বিরহের সুরের ওপারে ।
স্মৃতির আবডালে বন্দি হয়ে বারবার পেছনে তাকাই,
সেই রঙিন জীবনের পদ্মপাতার ভীড়ে হারিয়ে যাওয়ার মাঝেও তোমাকেই খুঁজে পাই ।

আমার যতো প্রেমের কবিতা লিখেছি তোমায় নিয়ে,
আমার সকল ভালোবাসার গানে তুমি আছো সুর হয়ে।
তোমায় নিয়ে কষেছি আমার জীবন সুখের অঙ্ক,
পলাশ ফুলের গেঁথেছি মালা তোমায় পরাবো।
তুমি আমার বসন্তের রাঙা কৃষ্ণচূড়া ফুল,
টকটকে লাল শিমুল ফুলে তোমার মাঝেই দেখি আমি--- বসন্তের রূপ।।

বিশ্বজিৎ ভৌমিক


"মহান ২১শে"
************



আবার আসিয়াছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি---

বাঙালি জীবনে ২১শে ফিরে ফিরে আসে নবজীবনের ডাক নিয়ে।
২১শে ডাক দিয়ে যায় উদ্দীপনের, উজ্জীবনের।
২১শে আমাদের বাতিঘর মননের।
২১শে মহিমামণ্ডিত করিয়াছে বাঙালি জাতিকে,
১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে।
মিছিলে শ্লোগানে প্রকম্পিত হইয়াছিল সেদিন গোটা বাংলাদেশ।
রফিক, সফিক, সালাম, বরকত, জব্বারের বুকের রক্তে,
যে ইতিহাস রচনা হয়ে আছে,
উহাই বাঙালি জাতীকে---
মাথা নত না করিবার,
চিরকালীন প্রেরণা যুগিয়েছে।।

বিশ্বজিৎ ভৌমিক





"হৃদয়ের সুর"
*************


বিরহের আঁচল জড়ানো গায়ে আজো তোমার জন্য শিহরণ জাগে---
ভেজা ভেজা হলুদ বিকেলে , হৃদয়ের শূন্যতায়, নীবিড় উচ্ছ্বাসে ।
ভালবাসা বলতে এখানো তোমাকেই বুঝি, 
প্রেমের সুখ আজো তোমাতেই খুঁজি । 

নতুন পৃথিবী গড়ার জন্য এক যুগ ধরে প্রতিক্ষায় আছি ।
ঝরে যাওয়া বকুল ফুল একটি একটি করে তুলে রেখেছি ,
তুমি মালা গাঁথবে বলে।
শূন্য বিকেলে, নদীর ঘাটে, সবুজ প্রান্তরে, অথবা নির্ঘুম রাতের জোৎস্না আলোতে,
তোমাকেই খুঁজি যথারীতি।

বিরহের মাঝে তোমাকে খুঁজে পাই, জীবনের শেষ বেলাতেও পাবে অফুরন্ত ভালবাসার স্বীকৃতি ।

হে মায়াবী পৃথিবী যদি পারো ফিরিয়ে দাও আমার স্বপ্ন সুখের আশা, 
আমার হৃদয়ের শান্তি,
আমার প্রেম,
আমার ভালোবাসা ।।