নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অঞ্জনা দে ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অঞ্জনা দে ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

উপলব্ধি শিবির:অঞ্জনা দে ভৌমিক




জীবনের করিডোরে দীর্ঘদিন অপেক্ষা করছে
উপলব্ধি শিবির!
হৃদয়ের আকাশে আবেগের প্রহরী সাক্ষ্য দেবে মরনে।
চোখে, পাপ পূণ্যের সঞ্চয়ের স্তুপ!
বেহাল জীবনের কিছু জিজ্ঞাসা?
দৃষ্টিতে,  ধ্বংস স্তুপ!
পিপাসা প্রশ্বাস ছুঁয়ে, ক্লান্ত হৃৎপিন্ড দিশাহারা;
দিঘির জলে ভিড় করে আসে সন্ধ্যার তারারা
রাত্রি এসে শেখায় কানামাছি খেলা।

চাঁদের ছবি যখন নদীর জলে
মিষ্টি ছোঁয়া  তৃষ্ণা মেটায় শীতল বুকে ;
আগুন নিয়ে যত খেলা,  কাঁদায় বিশ্ব নগরীকে
হিসাব নিকাশ  জীবন খাতায় তারই অংক করে।
কেউ বা কাঁদে সারারাত জেগে
কেউ বা হাসে তৃপ্তির অহংকারে!
জীবনযুদ্ধে স্যালুট করে অস্তমিত সূর্যে,
পূর্ণতার সন্ধানে।


উপলব্ধি শিবির: অঞ্জনা দে ভৌমিক



জীবনের করিডোরে দীর্ঘদিন অপেক্ষা করছে
উপলব্ধি শিবির!
হৃদয়ের আকাশে আবেগের প্রহরী সাক্ষ্য দেবে মরনে।
চোখে, পাপ পূণ্যের সঞ্চয়ের স্তুপ!
বেহাল জীবনের কিছু জিজ্ঞাসা?
দৃষ্টিতে,  ধ্বংস স্তুপ!
পিপাসা প্রশ্বাস ছুঁয়ে, ক্লান্ত হৃৎপিন্ড দিশাহারা;
দিঘির জলে ভিড় করে আসে সন্ধ্যার তারারা
রাত্রি এসে শেখায় কানামাছি খেলা।

চাঁদের ছবি যখন নদীর জলে
মিষ্টি ছোঁয়া  তৃষ্ণা মেটায় শীতল বুকে ;
আগুন নিয়ে যত খেলা,  কাঁদায় বিশ্ব নগরীকে
হিসাব নিকাশ  জীবন খাতায় তারই অংক করে।
কেউ বা কাঁদে সারারাত জেগে
কেউ বা হাসে তৃপ্তির অহংকারে!
জীবনযুদ্ধে স্যালুট করে অস্তমিত সূর্যে,
পূর্ণতার সন্ধানে।


অঞ্জনা দে ভৌমিক




দূরের আকাশে 
**********





দত্যিদানা মেয়েটি
সারাদিন মনে মনে পাখির মতো
ডানা মেলে উড়ে বেড়ায় সবুজ থেকে নীল আকাশে।
সে যেন সদ্য ফোটা একটি গোলাপ
শুধু একবার ছুঁয়ে দেখো তাকে!
যেন নীলিমার চাঁদ মেঠোপথের  বাঁকে।
ফুলেশ্বরী বাংলার কাজলনয়না অভিমানী সে
তিস্তার পারে মেঘবালিকা নামে ভেজা গায়ে
নদীর আঁকন বাঁকন দেখে।
দুচোখে তার দূরের আকাশ দৃষ্টি সেদিন উদাস,
আকাশ হয়েছে কালো ;
ঘুরলো এবার বকুলতলা, চাঁপাবনে নেই আলো ;
বাতাস হয়েছে কৃপণ চোখে সোনালী স্বপ্ন
হঠাৎ করে বাজলো ঝুমুর কলাপাতায় ;
দূরের আকাশ দেখলো এবার মনের পাখি, দত্যিদানার ডানায়।