নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পূজা গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পূজা গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পূজা গোস্বামী





বৃষ্টি ভেজা কথা
***************


বুকের ভেতর বৃষ্টি ভেজা কোরাস,
হাত বাড়িয়ে পোড়া বিকেল চায়,
সিঁড়ি গুলো জানে পুরোনো অতীত,
পুরোনো বৃষ্টি মাখা অয়ন ।

কে যেনো পা বাড়ায়,
মেঘে ঢাকা ঘোমটা মাথায়,
স্মৃতির অভ্যাসে জর্জরিত,
ভোরের আভাস দিয়ে বেড়ায়  ।

বেঁড়ে ওঠা বুকের ভেতর,
খসে পড়া প্রেম গড়িয়ে,
নীরবে যন্ত্রণা বয়ে বেড়ায়,
বৃষ্টি ভেজা খোলা অঙ্গরূহে  ।

পূজা গোস্বামী



বসন্তের ডাক নিমন্ত্রণে
*******************


নিছক প্রেমের গল্প সেদিন,
রাত ভাঙা স্বপ্নে এলো,
পল্লী স্রতের শুষ্ক আবির,
বসন্তের নিমন্ত্রণ পাঠালো। 

প্রেম কি শুধুই জড়িয়ে ধরা?
কাছে থেকে পাশে শোয়া!
ভেজা ঠোঁটে, ঠোঁট গোজা
এই কি শুধুই ভালোবাসা?

এই তো মিছে মিলন মনের,
ইচ্ছে ফুরোলেই নতুন আদর খোঁজে,
যেনো কুঁড়িয়ে পাওয়া পথের পারে,
অতিষ্ঠ মনের জীবন্ত হৃদয় পোড়ে।

তখন, মেঘ লজ্জায় আকাশ সাজে,
মাইল কতেক দূরের শহরে,
রাত নামে চাঁদের আড়ালে,
সারা বেলার ক্লান্ত চিঠি,
শেষ বসন্তে এলাই ঝরে।